২০২৩-এর মাধ্যমিক পরীক্ষার সময়সূচি দেখে নিন

পরের বছর মাধ্যমিক পরীক্ষা কবে জানিয়ে দিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ।


আরও পড়ুন:ফের এগিয়ে জেলা, মাধ্যমিকে ৬৯৩ পেয়ে প্রথম স্থানে দু’জন



এদিন সাগবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি জানান, আগামী বছরের পরীক্ষা  শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। ওইদিন হবে প্রথম ভাষার পরীক্ষা। ২৪ তারিখ দ্বিতীয় ভাষা। ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।



Previous articleকে শিল্পী, কত দর্শক? প্রশাসনকে আগাম জানিয়েই নিতে হবে কলেজ ফেস্টের অনুমতি
Next articleমাধ্যমিক পরীক্ষায় এগিয়ে জেলা, দেখে নিন প্রথম দশের তালিকা