উদ্বাস্তু কলোনি থেকে উচ্ছেদ নয়, দেওয়া হবে পাট্টা: আশ্বাস মুখ্যমন্ত্রীর

উচ্ছেদ প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি

ভাত দেওয়ার ক্ষমতা নেই, শুধু কিল মারার গোঁসাই- এই ভাষাতেই মঙ্গলবার, আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের কর্মিসভা থেকে বিজেপি-র জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। উচ্ছেদ প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, বংশ পরম্পরায় যাঁরা বিভিন্ন এলাকায় আছেন, তাঁদের উচ্ছেদ করার খেলায় মেতেছে বিজেপি। মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, এরপর যদি কেউ কোনো এলাকায় উচ্ছেদ করতে আসে, তাহলে তাঁরা যেন কোমর বেধে রুখে দাঁড়ান। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা উদ্বাস্তু কলোনিতে বাস করছেন, তারা ধৈর্য ধরুন। সবাই জমির পাট্টা পেয়ে যাবেন। চিন্তার কোনও কারণ নেই।“

তোপ দেগে মমতা বলেন, ভোট নিয়ে সাধারণ মানুষকেই ঠকাচ্ছে বিজেপি (BJP)। ভোট নিয়ে বিজেপি এখন রেলের জমি থেকে উচ্ছেদের অভিযানে নেমেছে। যে কোনও প্রকারে তাদের রুখে দেওয়ার বার্তা দেন মমতা। তিনি বলেন, উদ্বাস্তু কলোনি থেকে কাউকে উচ্ছেদ করা হবে না। সবাইকে পাট্টা দেওয়া হবে। একটু সময় লাগছে, কিন্তু পাট্টা পাবেন তাঁরা।


 

Previous articleউত্তরবঙ্গের উন্নয়নে দরাজ মুখ্যমন্ত্রী, পর্যটন থেকে চাবাগান–নজর সব ক্ষেত্রে
Next articleবেঙ্গালুরু থেকে গ্রেফতার কাশ্মীরি পণ্ডিত খুনে জড়িত জঙ্গি