বিদ্যুতের চরম সঙ্কট! পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানেও কড়া নির্দেশ

নেই জ্বালানি। ফলে তৈরি করা যাচ্ছে না বিদ্যুৎ ।এর জেরে ব্যাপক বিদ্যুৎ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। তাই বিদ্যুৎ বাঁচাতে মরিয়া পাক সরকার। ওয়ার্ক ফ্রম হোম করতে উৎসাহ দিচ্ছে সরকার।একটি বিবৃতিতে পাক সরকারের তরফে বলা হয়েছে, শনিবার বন্ধ থাকবে সমস্ত কর্মক্ষেত্র।এমনকী রাত দশটার আগেই শেষ করে ফেলতে হবে বিয়েবাড়ির অনুষ্ঠান।




আরও পড়ুন:অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে সাহায্য করায় ভারতের প্রশংসায় চিন



এমতাবস্থায় পাক সরকারের তরফে সরকারি অফিসের বিদ্যুতের ব্যবহার কমাতেও বেশ কিছু কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি অফিসারদের জন্য বরাদ্দ করা বিদ্যুতের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, আগের তুলনায় চল্লিশ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করার কথা বলা হয়েছে। দেশের তথ্যমন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব বলেছেন, “চেষ্টা করছি আগের তুলনায় বিদ্যুতের ব্যবহার দশ শতাংশ কমিয়ে ফেলতে।”




এছাড়াও একদিন পরপর রাস্তার আলো নিভিয়ে রাখা হবে কিনা, সেই নিয়েও কথা চলছে স্থানীয় আধিকারিকদের সঙ্গে। এছাড়াও প্রতি শুক্রবার বাধ্যতামূলক ভাবে ওয়ার্ক ফ্রম হোম করতে নির্দেশ দিতে পারে পাক সরকার।

Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleকেন সবাই দল ছাড়ছেন? নাড্ডার সামনেই কেন্দ্রীয় নেতার ধমক খেলেন শুভেন্দু-সুকান্তরা