করোনায় ( Corona) আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি পাকিস্তানের ( Pakistan) প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস (Zaheer Abbas)। লন্ডনের সেন্ট ম্যারিস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। দিন চারেক আগেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। প্রাথমিকভাবে অক্সিজেন সার্পোটে রাখা হয়েছিল জাহির আব্বাসকে। কিন্তু মঙ্গলবার তাঁর শারীরিক পরিস্থিতি বিশ্লেষণ করে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় প্রাক্তন এই পাক অধিনায়ককে।


কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন আব্বাস। দুবাই থেকে লন্ডন যাওয়ার সময় বিমানে আব্বাস করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসেন বলে সূত্রের খবর। লন্ডনে পৌঁছনোর পর তাঁর কিডনিতে যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকেরা জানান প্রাক্তন পাক অধিনায়ক নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। লন্ডনের হাসপাতালে ডায়ালিসিস চলছে আব্বাসের। চিকিৎসকরা তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছেন না।

পাকিস্তানের হয়ে ৭২টি টেস্ট খেলে ৫০৬২ রান করেছিলেন আব্বাস। ৬২টি এক দিনের ম্যাচে তাঁর সংগ্রহ ২৫৭২ রান।

আরও পড়ুন:Virat Kohli: লন্ডন পৌঁছে করোনায় আক্রান্ত কোহলি, অনিশ্চিত অনুশীলন ম্যাচ : সূত্র


























