Hubert Hurkacz: মানবিক হুরকাজ, ইউক্রেনের পাশে দাঁড়ালেন পোল‍্যান্ডের এই টেনিস তারকা

প্রতিযোগিতা শুরুর আগে হুরকাজ জানালেন, উইম্বলডনে যতগুলি এস সার্ভিস করবেন, তত শো ইউরো দান করবেন ইউক্রেনকে।

মানবিক হাবার্ট হুরকাজ (Hubert Hurkacz)। উইম্বলডনে (Wimbledon) নামার আগে এক বিরাট সিদ্ধান্তের কথা জানালেন পোল‍্যান্ডের এই টেনিস তারকা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের (Ukraine) পাশে দাঁড়ালেন হাবার্ট হুরকাজ। প্রতিযোগিতা শুরুর আগে হুরকাজ জানালেন, উইম্বলডনে যতগুলি এস সার্ভিস করবেন, তত শো ইউরো দান করবেন ইউক্রেনকে। টুইট করে এমনটাই জানালেন তিনি।

এদিন হুরকাজ টুইট করে বলেন,” ইউক্রেনের মানুষের পাশে দাঁড়াতে চাই। উইম্বলডনে যতগুলি এস সার্ভিস করব, তত শো ইউরো ইউক্রেনের মানুষের জন্য দেব। আশা করছি আমার সার্ভিস ভালই কাজ করবে।”

২০২১ সালে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন হুরকাজ। চলতি মরশুমেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত এই মরশুমে ৩৯টি ম্যাচে মোট ৪৫২টি এস সার্ভিস করেছেন হুরকাজ। ম্যাচ প্রতি গড়ে এস সার্ভিস করেছেন ১১টির বেশি।

আরও পড়ুন:Mayank Agarwal: ভারতীয় দলে যোগ দিতে ইংল‍্যান্ড উড়ে গেলেন ময়ঙ্ক

 

 

 

Previous articleজমে থাকা বন্যার জলে ডুবে ৫ শিশুর মৃত্যু, সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleশিক্ষক নিয়োগের ইতিহাসের প্রশ্নে ভুল, নম্বর দেওয়ার নির্দেশ আদালতের