স্ট্রেচার এনে হাসপাতালে পাঠালেন আহতকে, রাহুলের মানবিক রূপে মুগ্ধ নেটদুনিয়া

কিছুদিন আগে নাইট ক্লাবে পার্টি করার জেরে নেটিজেনদের রোষানলে পড়েছিলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। সেই তিনিই এবার ধরা দিলেন মানবিক রূপে। পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কংগ্রেস সাংসদ(Congress MP) রাহুল গান্ধী। নিজের কনভয় থেকে অ্যাম্বুলেন্স ডেকে আহতকে পাঠালেন হাসপাতালে। সাম্প্রতিকতম রাহুলের এই ভিডিও দেখে মুগ্ধ নেট দুনিয়া। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে উঠেছে রাহুলের সেই ছবি।

জানা গিয়েছে, নিজের লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে দলীয় কর্মসূচি সেরে হোটেলে ফিরছিলেন রাহুল গান্ধী। ফেরার পথে এক দুর্ঘটনার মুখোমুখি হন রাহুল। এক বাইক আরোহী ধাক্কা মারে পথচারীকে, ঘটনার জেরে গুরুতর আহত হন ওই পথচারী। চোখের সামনে এই দুর্ঘটনা দেখে গাড়ি থেকে নেমে আসেন কংগ্রেস সাংসদ। স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে আবু বকর নামে ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা শুরু করেন তিনি। নিজের কনভয়ের অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার নামিয়ে আনেন নিজেই। এরপর আহতকে হাসপাতালে পাঠানোরও ব্যবস্থা করা হয় রাহুলের তরফে। গোটা ঘটনার ভিডিও মুহূর্তের ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। রাহুলের এই ভিডিও দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, রাহুলের জন্যই প্রাণ ফিরে পেলেন আহত ওই ব্যক্তি। কারও মতে, দেশের সকল নেতারই রাহুলের মতো পদক্ষেপ করা উচিত। সাধারণ মানুষের বিপদ দেখলে তাদের পাশে দাঁড়ানো দরকার।


Previous articleউচ্ছেদ অভিযানকে ঘিরে বিহারে পুলিশ-জনতা সংঘর্ষ
Next articleEastBengal: চুক্তিতে সম্মতি লাল-হলুদের, চুক্তিসই হতে পারে আগামী সপ্তাহে