ক্ষত সারিয়ে উত্থান শেয়ার বাজারের, ৩২৬ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৩,২৩৪.৭৭ (⬆️ ০.৬২%)

🔹নিফটি ১৫,৮৩৫.৩৫ (⬆️ ০.৫৩%)

ক্ষত সারিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। বিগত কয়েকদিনে লাগাতার ধাক্কা খাওয়ার পর রক্তক্ষরণ সারিয়ে সোমবার ঘুরে দাঁড়ালো দেশের শেয়ারবাজার। এদিন ৩২৬ পয়েন্ট বাড়ল বাজার। পাশাপাশি নিফটি বেড়েছে ৮৩ পয়েন্ট।

লাগাতার গত কয়েকদিন ধরে নিম্নমুখী হওয়ার পর সোমবার বাজার বন্ধের সময় দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৩২৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩২৬.৮৪ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,২৩৪.৭৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৮৩.৩০ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৮৩৫.৩৫।


Previous articleWest Bengal : দমকলে ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের
Next articleJaspreet Bumrah: এজবাস্টনে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়ার পর বল হাতেও নতুন রেকর্ড গড়লেন বুমরাহ