Monday, August 25, 2025

মা কালী নিয়ে যখন সমালোচনার ঝড় সেই সময়েই নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনালেন কালী কথা। যদিও প্রধানমন্ত্রী কারও নাম উল্লেখ করেননি। তবে তিনি বুঝিয়ে দিয়েছেন গোটা দেশ ও তিনি কালী মায়ের ভক্তিতেই সমর্পিত।

প্রধানমন্ত্রী রবিবার ভারচুয়ালি যোগ দিয়েছিলেন রামকৃষ্ণ (Ramakrishna Paramahamsa) মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে। সেখান থেকেই তিনি বলেছেন, “রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে স্পষ্ট দেখেছিলেন। মা কালীর চরণে নিজের সর্বস্ব সমর্পণ করেছেন।”

তার কথায়, কালী চেতনা গোটা ভারতের বিশ্বাসে দেখা যায়। এর পরেই মোদি বলেছেন, “কালী চেতনাতেই স্বামী বিবেকানন্দকে প্রদীপ্ত করেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব। এই চেতনাই স্বামী বিবেকানন্দকে পরম শক্তিশালী চরিত্র হিসাবে গড়ে তুলেছে। স্বামী আত্মস্থানন্দের মধ্যেও আমি এই শক্তি দেখেছি।”
মোদি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কালী প্রসঙ্গে বলেছেন, “বিশ্বাস যখন পবিত্র হয়, আদ্যাশক্তি নিজেই আমাদের পথ প্রদর্শন করেন। মা কালীর আশীর্বাদ সবসময় ভারতের সঙ্গে আছে। এই আধ্যাত্মিক শক্তিই আজ ভারতকে বিশ্বকল্যাণের ভাবনায় শক্তি যোগাচ্ছে।”
এরপরই তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তুলনা করে বুঝিয়ে বলার চেষ্টা করেছেন তৃণমূল সাংসদ যেখানে শক্তির আরাধ্য দেবিী কালীকে অপমান করছেন সেখানে মোদী দেবীর প্রতি দেশের মানুষের আস্থা ও ভক্তির কথাই বলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, মহুল ‘কালী’ ছবির পোস্টার নিয়ে লিখেছিলেন, “আমার কাছে কালী মানে যিনি মাংস ভক্ষণ এবং সুরা গ্রহণ করেন। নিজের ভগবানকে তুমি কীভাবে দেখতে চাও তা কল্পনা করার অধিকার রয়েছে। কিছু জায়গা রয়েছে যেখানে ভগবানকে হুইস্কি দেওয়া হয়, আবার কিছু কিছু জায়গায় তা ভগবানের অপমানের সমান।” এই মন্তব্যের পরেই দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছে।
এদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্যে মা কালীর কথা শোনার পরই তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version