৩ চাকার অটোয় যাত্রীসংখ্যা ২৭, গণপরিবহনের বেহাল দশা উত্তরপ্রদেশে

৩ চাকার একটি অটো(Auto), তাতে যাত্রী সংখ্যা ২৭ জন। শুনতে অবাক লাগলেও এই দৃশ্য দেখা গিয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের(Uttar pradesh)। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কার্যত হাঁ হয়ে গিয়েছেন নেটিজেনরা। প্রশ্ন উঠতে শুরু করেছে যোগীরাজ্যে গণপরিবহনের এমন বেহাল অবস্থা নিয়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ রাস্তায় একটি অটোকে দাঁড় করিয়েছে পুলিশ। যাত্রীদের সকলকে বেরিয়ে আসতে বলা হয় অটো থেকে। এরপর একে একে অটো থেকে নেমে আসেন তাঁরা তবে যাত্রী যেন শেষই হতে চায় না। একে একে সেখান থেকে নেমে আসেন ২৭ জন। সকলকে এক জায়গায় দাড় করানোর পর পুলিশকর্মীরাও আশ্চর্য হয়ে যান, এতজন যাত্রী ছিল অটোর ভিতর? পাশাপাশি নেটিজেনদের তরফেও কম বিদ্রুপ করা ঘয়নি ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর। নেটিজেনদের একজন অটোটিকে মিনিবাস আখ্যা দিয়েছেন। একজন আবার এই পদ্ধতিকে টাকা বাঁচানোর উপায় হিসেবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ আবার একটি অটোয় এতজন বসার দক্ষতার প্রশংসাও করেছেন।

আরও পড়ুন- আগামিকাল ধূপগুড়িতে অভিষেক, অধীর অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা

Previous articleআগামিকাল ধূপগুড়িতে অভিষেক, অধীর অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা
Next articleগুজরাতে ভুয়ো আইপিএল, গ্রেফতার চার