শিকার দখলের লড়াইয়ে পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু!

চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের মরাঘাট এলাকায়। চিতাবাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  শিকাল দখলের লড়াইকে কেন্দ্র করেই চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন বনকর্মীরা।

আরও পড়ুন:Corona: সংক্রমণ গ্রাফ নিয়ে কমল না চিন্তা, আজও গ্রাফ ২০ হাজারের উপরে 

শুক্রবার সকালে চিতাবাঘটিকে দেখতে পান চা বাগানের শ্রমিকরা। প্রথমে তাঁরা চিতাবাঘটি ঘুমোচ্ছে ভেবে কাছে যাননি। পরবর্তীতে তাঁরা দেখতে পান চিতাবাঘটির গায়ে একাধিক ক্ষতচিহ্ন। পাশেই মৃত অবস্থায় পড়ে ছিল একটি ছাগল।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডে। খবর পেয়েই বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার হবে কী কারণে মৃত্যু হয়েছে চিতাবাঘটির। তবে প্রাথমিকভাবে তাদের অনুমান, দুটি চিতাবাঘের মধ্যে ছাগলটিকে নিয়ে লড়াই চলছিল। তার জেরেই মৃত্যু হয়েছে এই চিতাটির।


 


Previous articleআজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleএনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে বিশ্বভারতী ৯৮ ! এই অধঃপতনের কারণ কী ?