২১শে জুলাই পালিত হবে একাধিক বিজেপি শাসিত রাজ্যেও, শোনানো হবে মমতার ভাষণ

কোভিডের দু’বছর বাদে আবার ধর্মতলায় জমায়েত হবেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ২১শে জুলাইয়ের শহিদ স্মরণে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ আসবেন এই জনসমাবেশে নেত্রীর কথা শুনতে।

ইতিমধ্যেই বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাপ ফেলেছে। নির্বাচনে অংশ নিয়েছে। অন্য দলগুলির ভোট ব্যাঙ্কে থাবা বসিয়েছে। ত্রিপুরা, গোয়া, অসম, মেঘালয়ে দল এখন যথেষ্ট শক্তিশালী। মাত্র কয়েক মাসে ত্রিপুরায় ২৬ শতাংশের বেশি ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে বিরোধী দল। অসমে রোজ বাড়ছে সংগঠন। গোয়াতেও তৃণমূল কংগ্রেস এখন ঘরে ঘরে পরিচিত। তাই কলকাতা তথা বাংলার পাশাপাশি এইসব রাজ্যগুলোতেও পালিত হবে শহিদ দিবস। ভিন রাজ্য থেকে তৃণমূল নেতৃত্বরা আসবেন ২১শে জুলাইয়ের সমাবেশে। কিন্তু প্রচুর কর্মী-সমর্থক একসঙ্গে ভিন রাজ্য থেকে এখানে আসা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত হয়েছে এই রাজ্যগুলোতে দলীয় দফতরে মহাসমারোহে ২১শে জুলাই শহিদ দিবস পালিত হবে। বড় স্ক্রিনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভাষণ শুনবেন কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- ICSE: আগামিকালই বের হচ্ছে ICSE-র দশমের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

Previous articleICSE: আগামিকালই বের হচ্ছে ICSE-র দশমের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?
Next articleঅসামান্য তারক সেন, উৎপল সিনহার কলম