এবার রেড রোডে দুদিন ব্যাপি মিউজিক কার্নিভ্যাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিসেম্বরে রেড রোডে দু’দিনব্যাপি হবে গানের কার্নিভ্যাল। সোমবার রাজ্য সরকার ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পুরস্কার প্রদানের মঞ্চ থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরাট এই আয়োজনের ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার, জাতীয় এবং আন্তজার্তিক শিল্পীদের নিবেদনে নজির গড়বে সংস্কৃতির শহর। পুজোর মতই জাঁকজমকপূর্ণ হবে সঙ্গীতের এই কার্নিভ্যাল। বাংলার সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীরা পেয়েছেন সম্মান। বাংলারবুকে এমন সঙ্গীত ক্যার্নিভাল যে হতে পারে তা আগে কখনও কেউ ভাবেন নি। তাই মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কলকাতার বুকে আর এক উৎসবের সূচনা হল। আজ সোমবার থেকেই শুরু হয়ে গেল সেই উৎসবের প্রহরগোনা।

আরও পড়ুন- এলাকায় বেপাত্তা বিজেপি সাংসদ-বিধায়করা, নিখোঁজ পোস্টার ঘিরে সরগরম পুরুলিয়া

Previous articleএবার নারী সুরক্ষায় কোচবিহারেও ‘উইনার্স’
Next articleDHFC: লিগে জয় দিয়ে অভিযান শুরু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের