বিজেপি শাসিত কর্ণাটকে প্রকাশ্যে পিটিয়ে মারা হল যুবককে, এলাকায় জারি ১৪৪ ধারা

ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে শুক্রবার এলাকায় সমস্ত পানশালা ও মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেন ওই যুবকের উপরে হামলা চালানো হল তা খতিয়ে দেখছে প্রশাসন।

বিজেপি (BJP) শাসিত কর্ণাটকে (Karnataka) ২৩ বছরের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে মেরে ফেলার অভিযোগ একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, জারি হয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ কর্ণাটকের সুরতকলে ৪-৫ জন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে এক যুবকের উপর হামলা চালায়। দুষ্কৃতীদের মারে অজ্ঞান হয়ে যায় যুবক। আহত যুবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরেই সুরতকল, মুলকি, বাজপে, পানাম্বুর এলাকায় ১৪৪ ধরা জারি করা হয়েছে।

ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে শুক্রবার এলাকায় সমস্ত পানশালা ও মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেন ওই যুবকের উপরে হামলা চালানো হল তা খতিয়ে দেখছে প্রশাসন।


Previous articleনেপাল ও ভুটানেও পার্থ-যোগ ! ইডির নজরে উত্তরের  একাধিক সমবায় ব্যাঙ্ক
Next articleশুভেন্দুর হুঁশিয়ারির পর এবার ইডির নোটিশ বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে