ধাক্কা সামলে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৫৪৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৮,১১৫.৫০ (⬆️ ০.৯৫%)

🔹নিফটি ১৭,৩৪০.০৫ (⬆️ ১.০৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে অবশেষে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। গত কয়েক সপ্তাহ লাগাতার নিম্নমুখী হওয়ার পর আশার আলো দেখালো বাজার। সোমবার আরও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। এদিন ৫৪৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৮১ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৫৪৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫৪৫.২৫ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,১১৫.৫০। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি(Nifty) ১৮১.৮০ পয়েন্ট বা ১.০৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৩৪০.০৫।


Previous articleরাজ্যে ২১ হাজার শিক্ষক নিয়োগ, পুজোর আগেই প্রক্রিয়া শুরু হবে; জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
Next articleলাল-হলুদের থেকে ‘ভারত গৌরব’ সম্মান পাওয়াটা বিরাট ব্যাপার, বললেন লিয়েন্ডার