ঐতিহাসিক পদক জয় ভারতের, ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন প্রিয়াঙ্কা

তেজস্বিন শঙ্কর এবং এম শ্রীশঙ্করের পর ২০২২ কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতের তৃতীয় পদক এল প্রিয়াঙ্কার হাত ধরে।

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) থেকে ফের রুপোর পদক জয় ভারতের (India)। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স থেকে ঐতিহাসিক পদক জিতল ভারত। এই প্রথম কমনওয়েলথ গেমসে হাঁটায় পদক এল ভারতের ঘরে। আর ভারতের হয়ে এই ঐতিহাসিক পদকটি জিতলেন উত্তরপ্রদেশের অ্যাথলিট প্রিয়াঙ্কা গোস্বামী। ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো জিতলেন তিনি। প্রিয়াঙ্কা ৪৩:৩৮.৮২-এ রেস সম্পূর্ণ করেছেন। যা তাঁর ব্যক্তিগত সেরা।

তেজস্বিন শঙ্কর এবং এম শ্রীশঙ্করের পর ২০২২ কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতের তৃতীয় পদক এল প্রিয়াঙ্কার হাত ধরে। ১০ হাজার মিটার রেস ওয়াকে অস্ট্রেলিয়ার জেমিমা মন্টাগ ৪২:৩৪ সময় নিয়ে জিতেছেন সোনার পদক। অপরদিকে ব্রোঞ্জ পদক জিতেছেন কেনিয়ার এমিলি ওয়ামুসি এনগিই। তিনি সময় নিয়েছেন ৪৩:৫০। এই সাফল্যের হাত ধরে ইতিহাস লিখে ফেললেন প্রিয়াঙ্কা গোস্বামী।

আরও পড়ুন:ফের ফিফার চিঠি ফেডারেশনকে

 

Previous articleঝাড়খণ্ড বিধায়ক-কাণ্ডে নয়া মোড়: একবছর আগে থেকেই চলছিল সরকার ফেলার ‘খেলা’
Next articleচিন-আমেরিকা স্নায়ুযুদ্ধের মাঝেই রহস্যমৃত্যু তাইওয়ানের মিসাইল ম্যানের