ফের সিআইডিকে তদন্তে বাধা অসম পুলিশের

পাঁচলা কাণ্ডের তদন্তে গিয়ে এর আগে দিল্লি পুলিশ ও অসম পুলিশের বাধার মুখে পড়েছিল সিআইডি। ফের অসম পুলিশ বাধা দিল তদন্তে। সিআইডি (CID) অভিযোগ করেছে, অসম পুলিশ অসহযোগিতা করছে।

উল্লেখ্য, সিআইডি ইতিমধ্যেই ব্যাপক টাকা উদ্ধার কাণ্ডে স্পষ্ট করেছে বিজেপি- হাওয়ালা যোগ। দাবি, ঝাড়খণ্ড সরকার ফেলার চক্রান্ত করা হয়েছিল। দাবি করা হয়েছে,এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে অসম সহ একাধিক রাজ্যের। সিআইডির আরও দাবি, এই ঘটনার তদন্তে  গুয়াহাটির এক ব্যবসায়ীর নম্বর প্রকাশ্যে আসে। ওই ব্যবসায়ীর নাম অশোক ধনুকা। তাঁর বাড়িতেই ৪১ এ সিআরপিসি নোটিশ দিতে গিয়েছিল সিআইডি।

আরও পড়ুন- ভিন জাতের ছেলেকে প্রেম, নিজের মেয়েকে খুনের ছক

রাজ্যের তদন্তকারী সংস্থার অভিযোগ, ওই ব্যবসায়ীর বাড়িতে নোটিশ দিতে গেলে বাধা দেয় অসম পুলিশ। ব্যবসায়ীর বাড়ি ঘিরে রাখে পুলিশ। বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকি সিআইডির দল যখন ফিরে আসছিল গাড়িতে করে অসম পুলিশ তাঁদের অনুসরণ করছিল বলেও অভিযোগ। পরে অসমের ওই ব্যবসায়ীর এলাকার থানায়  নোটিশ দিয়ে ফিরে আসে সিআইডি। করা হয় ইমেল।সোমবারের মধ্যে তাঁকে ভবানীভবনে হাজিরা দেওয়ার নোটিস দিতে গিয়েছিলেন সিআইডি কর্তারা।

 

 

 

 

Previous articleঋদ্ধির পথেই সুদীপ, সিএবির কাছ থেকে চাইতে পারেন ছাড়পত্র : সূত্র
Next article‘এ ভগবান এ টাকা কি তোমার?’ পার্থ-অর্পিতা ইস্যুতে অভিনব প্রতিবাদ টোটো চালকের