Petrol Diesel price: আজ পেট্রোল ডিজেলের দাম কত হল, জানেন কি?

জ্বালানির ঊর্ধ্বমুখী দামের জ্বালায় অতিষ্ঠ দেশবাসী। ব্যতিক্রমী নয় বাংলাও (West Bengal) । সেঞ্চুরি পার করার পর থেকেই কিছুতে আর বাংলায় ১০০ টাকার নিচে নামছে না পেট্রোলের (Petrol) দাম। কলকাতায় পেট্রোল ও ডিজেলের (Diesel) দাম অনেক সময়েই ওঠানামা করে। অপরিশোধিত তেলের দামের বিচারে জ্বালানির দামে ফারাক তৈরি হয়। এবার দেখে নেওয়া যাক আজকে পেট্রোল এবং ডিজেলের কত দাম শহরে।

শনিবার ১৩ অগস্ট ২০২২,

কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা।

দিল্লি : ৯৬.৭২ টাকা
মুম্বই : ১০৬.৩১ টাকা
চেন্নাই : ১০২.৬৩ টাকা
বেঙ্গালুরু: ১১১.৯৪ টাকা

কলকাতায় ১ লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

দিল্লি: ৮৯.৬২ টাকা
মুম্বই : ৯৪.২৭ টাকা
চেন্নাই : ৯৪.২৪ টাকা
বেঙ্গালুরু: ৮৭.৮৯ টাকা

Previous articleAbhishek Banerjee: তিন জেলার নেতাদের সঙ্গে বৈঠকে কী বললেন অভিষেক?
Next articleজেলা পরিষদের সভাধিপতির নির্দেশেই অনুব্রতর বাড়িতে চিকিৎসক, জানালেন হাসপাতাল সুপার