করোনায় আক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে দলে যোগ দেওয়া নিয়ে বড় বার্তা বিসিসিআইয়ের

মঙ্গলবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, "এশিয়া কাপের জন্য আমিরশাহি উড়ে যাওয়ার আগে রুটিন করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। তাতেই দ্রাবিড়ের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

মঙ্গলবার সকালেই জানা যায় করোনায় আক্রান্ত ভারতীয় দলের (India Team) হেডকোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আর এবার দ্রাবিড়ের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল, দ্রাবিড় এশিয়া কাপে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা।

করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেড কোচকে নিয়ে মেডিক্যাল আপডেট দিল বিসিসিআই। মঙ্গলবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, “এশিয়া কাপের জন্য আমিরশাহি উড়ে যাওয়ার আগে রুটিন করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। তাতেই দ্রাবিড়ের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গও রয়েছে দ্রাবিড়ের। দ্রাবিড় আপাতত বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন। করোনা রিপোর্ট নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাকি দল মঙ্গলবারই আমিরশাহিতে একত্রিত হবে।”

আরও পড়ুন:ফের ভারতীয় দলে করোনার হানা, করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়

 

Previous articleআগামী ২৫ ও ২৬-এ অগাস্ট রাজপথে মহিলা তৃণমূল
Next articleআজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে