Monday, November 3, 2025

Corona Update: পুজোর আগেই ১৮ ঊর্ধ্ব সকলকে বুস্টার দেওয়ায় টার্গেট নিল রাজ্য

Date:

Share post:

করোনা (Corona) ভাইরাস নিয়ে কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারছেন না বিশেষজ্ঞরা। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Central Health and Family Welfare ministry) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৭৭ জন। বাংলাতেও (West Bengal) ঊর্ধ্বমুখী সংক্রমণ গ্রাফ (Corona graph)। সামনে পুজো (Durga Puja), তার আগেই সব রকমের সুরক্ষা ব্যবস্থাকে নিশ্চিত করতে চায় পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। তাই সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্ব সকলকে করোনার বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার পরিকল্পনা করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।

কয়েকদিন ধরেই রাজ্যে করোনা নিয়ে অস্বস্তি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ বেড়ে হয়েছে ৩১৩ , পাশাপাশি একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সারাদেশে মৃতের সংখ্যা ৩৬। এই নিয়ে এখনো পর্যন্ত করোনা সংক্রমনের জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৭ হাজার ৪৫২ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট (Central Health Ministry) অনুযায়ী, দেশের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ৯৬ হাজার ৪৪২ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৪৪ হাজার ৩০১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। সামনে উৎসবের মরসুম , এ বছরের দুর্গা পুজোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তাই নির্বিঘ্নে পুজো কাটানর লক্ষ্যে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্য দফতরের সঙ্গে জেলার স্বাস্থ্য আধিকারিকদের এক বৈঠকে বুস্টার ডোজ নিয়ে নতুন টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিন অর্থাৎ ৩০ তারিখ শেষ হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। অক্টোবরের প্রথম দিন থেকেই বাংলায় পুজোর শুরু। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বুস্টার ডোজ দেওয়ার টার্গেট করেছেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। লক্ষ্য একটাই, বাঙালির পুজো কাটুক নির্বিঘ্নে।

spot_img

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...