মঙ্গলকোটে উদ্ধার গরু বোঝাই লরি, ৪ অভিযুক্তকে ধরল পুলিশ

গরু পাচার নিয়ে সিবিআই-য়ের তদন্তের মধ্যেই কাটোয়ায় (Katwa) গরু বোঝাই লরি আটক করল মঙ্গলকোট থানার পুলিশ (Police)। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একসঙ্গে কমপক্ষে ৫৩ গরুকে (Cow) বীরভূমের (Birbhum) দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।

মঙ্গলকোটে নাকা চেকিংয়ের সময় গরু বোঝাই লরি আটকায় পুলিশ। ৫৩টি গরু উদ্ধার করে পুলিশ। সেগুলির গায়ে বিশেষ চিহ্ন রয়েছে বলেও খবর। জিজ্ঞাসাবাদ করলে কোনও সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত চারজন। তাঁদের কাছে কোনও বৈধ নথিপত্র ছিল না বলে অভিযোগ। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বাড়ি বীরভূমের লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন- JDU ছেড়ে বিজেপিতে ৫ বিধায়ক, জোটের সলতে পাকাতে দিল্লি সফরের সম্ভাবনা নীতীশের


Previous articleরাজপথে জীবন্ত মা দুর্গা! পুজোর আগেই দুর্গার বেশে তাক লাগাল জয়স্মিতা
Next articleকেন ইডেনে ব‍্যাট হাতে মাঠে দেখা যাবে না মহারাজকে? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়