‘সিবিআই দূর হঠো’, মলয় ঘটকের সমর্থনে উঠল স্লোগান

কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির প্রতিবাদে একাধিকবার সুর চড়িয়েছে তৃণমূল। এমনকি ধর্নাও চালাচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেস। তাও রোজই একের পর এক ইস্যুতে ‘কার্যত’ হেনস্তা করা হচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের। বুধবার সকাল থেকেই মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়ি, অফিস থেকে শুরু করে কলকাতায় তাঁর বাড়িতে চলছে সিবিআই তল্লাশি। আর এরই প্রতিবাদে এদিন আসানসোলে  মন্ত্রীর বাড়ির সামনে সিবিআই অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সংস্থাকে লক্ষ্য করে স্লোগান তোলেন  ‘সিবিআই দূর হঠো’, ‘নরেন্দ্র মোদি হায় হায়’ ।

আরও পড়ুন:মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়ি ও অফিসে সিবিআই তল্লাশি

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনীতির ময়দানে পেরে না উঠে বিজেপির দালাল হিসেবে কাজ করছে কেন্দ্রীয় সংস্থাগুলি। ইডি-সিবিআইকে ভুল বুঝিয়ে তৃণমূল নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।

এদিন সকাল থেকেই মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের দুটি বাড়িতে ও কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায়। এমনকি মন্ত্রীর বাড়িতে তাঁর অনুপস্থিতিতে লকার ভেঙ্গেও তল্লাশি চালানো হচ্ছে।

Previous articleবীজপুরের বিধায়ককে ফের তলব সিবিআই-এর
Next articleবাগুইআটিকাণ্ড: পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তদন্তভার দেওয়া হল সিআইডিকে