“অপরাধ করে কেউ ছাড় পায়নি”, বাগুইআটিতে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে বললেন ফিরহাদ

বাগুইআটিতে (baguiati) মৃত দশম শ্রেণীর ছাত্রের বাড়িতে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার ফিরহাদ হাকিম (Firhad Hakim), সৌগত রায় (Sougata Roy), অদিতি মুন্সি (Aditi Munshi) ও সুজিত বসু (Sujit Bosu) মৃত অভিষেক নস্কর (Abhishek Naskar) ও অতুন দে (Atanu Dey)-এর বাড়িতে যান। তাঁদের পরিবারের লোকের সাথে কথাবার্তা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এমনটাই জানা যাচ্ছে।

বাগুইআটির দুই পড়ুয়া অপহরণ এবং খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার তীব্র নিন্দা করেছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। অভিষেক নস্করের বাড়ি থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী এই ঘটনার উপযুক্ত তদন্ত করার নির্দেশ দিয়েছে। পুলিশের ক্যাজুয়াল অ্য়াপ্রোচের কারণে দুটো তাজা প্রাণ চলে গেল, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি। ইতিমধ্যেই বাগুইআটির জোড়া খুনের তদন্তভার নিয়েছে সিআইডির হোমিসাইড শাখা। সঙ্গে রয়েছে স্পেশাল অপারেশন গ্রুপ। ফিরহাদ এই দিন জানান কোনওভাবেই দোষীকে আড়াল করা যাবে না। মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী এখনও পর্যন্ত অধরা। সূত্রের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের এই ভূমিকায় যথেষ্ট অসন্তুষ্ট। এদিন তার হয়ে সমবেদনা জানাতে যান সৌগত রায়, অদিতি মুন্সি, সুজিত বসুরা। ঘটনার পর সেখানে উপস্থিত হয়েছিলেন ফিরহাদ হাকিম এরপর আজও তিনি মৃতদের পরিবারকে সান্ত্বনা দিতে পৌঁছে যান তাঁদের বাড়িতে। সব রকমের সহায়তার আশ্বাস দেয়া হয় নেতৃত্ব তথা রাজ্যের মন্ত্রীদের তরফ থেকে। যে গাড়িতে দুই কিশোর অতনু-অভিষেককে খুন করা হয় সেই গাড়িরও  ফরেন্সিক তদন্ত হবে। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির অভিযোগে বাগুইআটি থানার আইসি ও এসআইকে সাসপেন্ড করা হয়েছে।

 

Previous articleদুরন্ত শতরান কোহলির, নিয়মরক্ষার ম‍্যাচে আফগানিস্তানকে ১০১ রানে হারাল টিম ইন্ডিয়া
Next article৯৬ বছর বয়সে প্রয়াত ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ