Weather: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আগামিকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতীকী ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ। আগামিকাল থেকেই দক্ষিণবঙ্গে (south bengal) ভারী বৃষ্টির (heavy rain) সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (alipore weather department)। উপকূলবর্তী বেশ কিছু জেলায় সতর্কতা। মৎস্যজীবীদের আগামী দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন- Swasthya Sathi: হার্নিয়া-হাইড্রোসিল-দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নয়া নিয়ম

গভীর হচ্ছে নিম্নচাপ, আগামিকাল সকালের মধ্যেই তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে আগামী ৯, ১০ ও ১১ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে।


 

Previous articleSwasthya Sathi: হার্নিয়া-হাইড্রোসিল-দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নয়া নিয়ম
Next articleরাজ্যের ক্ষুদ্র ও বৃহৎ শিল্পে জোয়ার এসেছে : শশী পাঁজা