পুজোর আগেই খুলছে টালা ব্রিজ, লক্ষ্মীপুজোর পর যাত্রা শুরু করবে ধনধান্যে

পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ।আর পুজোর পরেই কলকাতা বাসীর জন্য দরজা খুলবে স্থাপত্যের অন্যতম বিষ্ময় ধনধান্যে অডিটোরিয়াম। উদ্বোধনের পথে বহু প্রতীক্ষিত দুই সরকারি প্রকল্প। নবান্ন সূত্রে খবর, মহালয়ার আগেই খুলে যেতে পারে উত্তর কলকাতার লাইফলাইন। আর লক্ষ্মীপুজোর পর যাত্রা শুরু করবে ধনধান্যে । পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, খড়গপুর আই আই টি ফিট সার্টিফিকেট দিলেই উদ্বোধনের দিনক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হবে। আর ১৫ নভেম্বরের মধ্যে উদ্বোধন হওয়ার বার্তা দিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে ইঞ্জিনিয়ারদের।

কেমন এই ধনধান্যে?

২৪০০ আসনের বিশ্বমানের স্টেডিয়াম। শঙ্খের আদলে দেখবার মতো স্থাপত্য।স্থাপত্যের এমন নিদর্শন ভারত তো বটেই, গোটা বিশ্বই বিরল।রাজ্যের পূর্ত দফতরের দাবি বিশ্বের সেরা আশ্চর্য হওয়ার ক্ষমতা রাখে শঙ্খ আকৃতির অডিটোরিয়াম। আলিপুর সৌজন্যের ঠিক উল্টোদিকে ২০১৬ তে কাজ শুরু হয়। জানা গিয়েছে, প্রেক্ষাগৃহের মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা ৬০০ ফুট।২৪০০ আসন বিশিষ্ট এই অডিটোরিয়াম গড়তে খরচ হয়েছে ৪৪০ কোটি টাকা।

আরও পড়ুন- ফাঁকা রয়েছে বহু আসন, ফের খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল, নির্দেশ সরকারের


Previous articleফাঁকা রয়েছে বহু আসন, ফের খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল, নির্দেশ সরকারের
Next articleSwasthya Sathi: হার্নিয়া-হাইড্রোসিল-দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নয়া নিয়ম