হাওড়ায় ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই গয়নার দোকান

ময়দান এলাকা হাওড়ার অন্যতম ব্যস্ত এলাকা। তার উপরে পুজোর সময়। এলাকায় কেনাকাটার ভিড়। তাই আতঙ্ক গ্রাস করেছে এলাকাকে।

হাওড়া শহরে ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন।আগুনের লেলিহান শিখায় ঢেকে গিয়েছে চারপাশ। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। পুজোর আগে এই বিপর্যয়ে মাথায় হাত ব্যবসায়ীদের। বেলা ১২টা নাগাদ ব্যাগের দোকানে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হাওড়া ময়দানের কাছে এই চামড়ার ব্যাগের দোকান। ভয়াবহ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে।
ময়দান এলাকা হাওড়ার অন্যতম ব্যস্ত এলাকা। তার উপরে পুজোর সময়। এলাকায় কেনাকাটার ভিড়। তাই আতঙ্ক গ্রাস করেছে এলাকাকে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছায়। আগুন নেভানোর প্রচেষ্টা চলছে। দিনকয়েক আগেই বউবাজারে সোনার গয়না তৈরির কারখানায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় গয়না তৈরির কারখানা।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়ির তিনতলায় আগুন লাগে। সেখানেও ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে যান ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। দমকলের ৩টি ইঞ্জিন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । গয়নার দোকানে আগুন লাগায় বড় ক্ষতির আশঙ্কা থাকছে ।

Previous articleবিজেপির নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে হাই কোর্টে রিপোর্ট জমা স্বরাষ্ট্রসচিবের
Next articleগরু পাচার মামলায় সায়গলের মা ও স্ত্রীকে তলব ইডির