Petrol diesel price: মহালয়ার আগে কত হল পেট্রোল-ডিজেলের দাম ?

গাড়ি চড়ে এখান ওখান যেতে গেলে পেট্রোল (Petrol) এবং ডিজেলের (diesel) জন্য অতিরিক্ত বাজেট রাখতে হচ্ছে বাঙালিকে। দেবীপক্ষের প্রাক্কালে জেনে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের দাম।

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির (Price hike);জেরে প্রতি মুহূর্তে নাকাল হতে হচ্ছে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত প্রত্যেককেই। দোরগোড়ায় দুর্গাপুজো (Durga Puja), কেনাকাটা থেকে শুরু করে ঠাকুর দেখা সব প্ল্যানিং হয়ে গেছে। কিন্তু গাড়ি চড়ে এখান ওখান যেতে গেলে পেট্রোল (Petrol) এবং ডিজেলের (diesel) জন্য অতিরিক্ত বাজেট রাখতে হচ্ছে বাঙালিকে। দেবীপক্ষের প্রাক্কালে জেনে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের দাম।

শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২

কলকাতায় (Kolkata) প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

দিল্লিতে (Delhi) ১ লিটার পেট্রল পেতে হলে দিতে হবে ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।

মুম্বইতে (Mumbai) প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৭ টাকা।

চেন্নাইয়ে (Chennai) পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।

Previous articleফের সুন্দরবনে বাঘের হামলা! কাঁকড়া ধরতে যাওয়াই কাল মৎস্যজীবীর
Next articleউত্তরাখণ্ড তরুণী খু*নের জের! গুঁড়িয়ে দেওয়া হল ধৃত বিজেপি নেতার ছেলের রিসর্ট