Monday, July 14, 2025

লখিমপুর গণহত্যার বর্ষপূর্তি: মন্ত্রী ‘টেনি’র অপসারণ ও গ্রেফতারের দাবিতে মোদিকে দাবিপত্র কৃষকদের

Date:

Share post:

উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে(Lakhimpur Kheri) কৃষক হত্যাকাণ্ডের প্রথম বর্ষপূর্তিতে দেশজুড়ে কৃষকরা(Farmers) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) দাবিপত্র পেশ করবে। ৩ অক্টোবর জেলা ও মহকুমা শাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে পাঠানো পত্রে দাবি করা হবে, লখিমপুর খেরি হত্যা মামলার মূল ষড়যন্ত্রকারী অজয় ​​মিশ্র ‘টেনি’ কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত, নিরপরাধ কৃষকদের জেল থেকে মুক্তি এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের।

উল্লেখ্য, গত বছর এই দিনে উত্তরপ্রদেশের তিকোনিয়া, লখিমপুর খেরিতে শান্তিপূর্ণ আন্দোলনের পর ঘরমুখী কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় চার কৃষক ও একজন সাংবাদিক শহিদ হন, ১৩ জনের বেশি কৃষক গুরুতর আহত হন। সংযুক্ত কিষান মোর্চার বক্তব্য, এই ঘটনার পিছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল যা বাহুবলী অজয় ​​মিশ্র টেনি এবং তার ছেলে আশিস মিশ্র টেনি দ্বারা তৈরি হয়েছিল। এই অপকর্মের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল, শহিদ কৃষকদের শেষকৃত্যের সময়, সরকার কৃষক নেতাদের সাথে কিছু দাবিতে সমঝোতায় পৌঁছেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সেসব দাবির প্রতি কোনও মনোযোগ দেয়নি। স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হওয়ার দিনে লখিমপুরে কৃষক সমাবেশে এই দাবিগুলির পুনরাবৃত্তি হয়েছিল।

তখন জেলা প্রশাসনও আগস্টের শেষের দিকে রাজ্য সরকারের সাথে বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশ সরকার বা ওই চুক্তির সঙ্গে জড়িত কর্মকর্তারা কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করার সময় পাননি। ৩ অক্টবর সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আরও একবার দাবি জানানো হবে, লখিমপুর গণহত্যার মূল ষড়যন্ত্রকারী হওয়ার অভিযোগে অবিলম্বে অজয় ​​মিশ্রকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার এবং জেলে পাঠানোর। লখিমপুরের ঘটনার প্রেক্ষিতে বন্দি চার কৃষককে অবিলম্বে জামিন ও মুক্তি দিতে হবে।কিষান মোর্চা বিশ্বাস করে, নিজের জীবন রক্ষা করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু কেন্দ্রীয় সরকার এটাকে স্বীকৃতি দিতে প্রস্তুত নয় এবং তারা কৃষকদের ভয় দেখানোর উদ্দেশ্যে মিথ্যা মামলায় তাদের যুক্ত করছে। শহিদ কৃষক ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরির প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

spot_img

Related articles

কাশিয়াঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাওহিল ক্যাম্পাসে নয়া কোর্স, সাতটি অধ্যাপক পদের অনুমোদন দিল মন্ত্রিসভা

উচ্চশিক্ষায় উত্তরবঙ্গের ভূমিকা জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। দার্জিলিং জেলার কাশিয়াঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাওহিল ক্যাম্পাসে চালু...

রোপা ২০১৯-এর সুবিধা কাদের দেওয়া হয়েছে? জিটিএ নিয়োগ মামলায় প্রশ্ন বিচারপতির

জি.টি.এ(গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) শিক্ষক নিয়োগ মামলায় অভিযুক্ত শিক্ষকদের কেন রোপা ২০১৯ এর সুবিধা দেওয়া হল জানতে চাইল কলকাতা...

বার্ধক্য ভাতা প্রাপ্তিতে নতুন নিয়ম: নিয়ন্ত্রণ এখন কলকাতা পুরসভার হাতে

রাজ্যে বার্ধক্য ভাতা প্রদানের প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এতদিন এই ভাতা অনুমোদনের দায়িত্বে ছিলেন সমাজকল্যাণ দফতরের...

মেট্রো ও বন্দে ভারত কোচ নির্মাণে TRSL-কে ৪০ একর জমি দিল রাজ্য

মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেস-এর কোচ নির্মাণের লক্ষ্যে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (TRSL)-এর বর্তমান ইউনিট সম্প্রসারণে বড়...