Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) সঞ্জু স্যামসনের লড়াই কাজে এল না। শুরুর দিকে মন্থর ব্যাটিংয়ের কারণে ভুগতে হল ভারতকে। একদিনের সিরিজের প্রথম ম্যাচ হেরেই শুরু করল ভারত। ৯ রানে হারতে হল শিখর ধাওয়ানদের।

২) অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলেন। জল্পনা চলছিল। কিন্তু বৃহস্পতিবার যেন তাতে সিলমোহড় পরে গেল। কাতার বিশ্বকাপ যে শেষ বিশ্বকাপ হতে চলেছে তা জানিয়ে দিলেন লিওনেল মেসি। এদিন আর্জেন্তাইন সাংবাদিককে এমনটাই জানালেন এলএমটেন।

৩) আজ আইএসএলের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। প্রথম ম‍্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। গত দু’মরশুমের ব‍্যর্থতা ভুলে নতুন করে অধ‍্যায় শুরু করতে চান লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন।

৪) মুম্বইয়ে রেস্তোরাঁয় খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বলিউডের কিংবদন্তি গায়ক প্রয়াত কিশোর কুমারের বাড়ি কিনে সেখানে রেস্তোরাঁ বানিয়েছেন তিনি। সেই রেস্তোরাঁর ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরাট। গাইলেন কিশোর কুমারের গানও।

৫) আইএসএলের প্রথম ম‍্যাচে নামার আগে বড় ঘোষণা করল ইস্টবেঙ্গল। এক বা দুই নয়, এবারের আসন্ন আইএসএল-এর জন‍্য মোট পাঁচ অধিনায়কের নাম ঘোষণা করল লাল-হলুদ। লাল-হলুদের পাঁচ অধিনায়ক হলেন কমলজিৎ সিং, ইভান গঞ্জালেজ, সৌভিক চক্রবর্তী, সুমিত পাসসি এবং ক্লেইটন সিলভা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Previous articleক্লাবের প্রাণপুরুষ প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণে রেখে এবছরের পুজো শেষ, কার্নিভালে নেই একডালিয়া
Next articleবিধানসভা ভোটের আগে মোদি-শাহর রাজ্য গুজরাতে জালনোটের রমরমা