৭৫ বছর বয়সে চলে গেল কেরলের নিরামিষাশী কুমির ‘বাবিয়া’

‘নিরামিষাশী’ কুমির! হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। এমনকি পুকুরে থাকাকালীনও কোনও দিন পুকুরের মাছেদেরও আক্রমণ করেনি সে। কেরলের বিখ্যাত সেই অবিশ্বাস্য, নিরামিষাশী কুমির ‘বাবিয়া’ আর নেই। ৭৫ বছর বয়সে মৃত্যু হল বাবিয়ার।

কুমির মাত্রেই হিংস্র হয়। কিন্তু বাবিয়া ছিল একেবারে আলাদা। তার শান্ত স্বভাব আলাদা করে নজর কাড়ত। কখনও কাউকে আক্রমণ করেনি সে। মূলত, ‘বাবিয়া’ নামে পরিচিত ওই কুমিরটিকে সকলেই “ঈশ্বরের দূত” হিসেবে বিবেচিত করতেন।

পর্যটকদের মধ্যেও কেরলের নিরামিষাশী কুমিরটিকে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে! কাসারগড় জেলার অনন্তপুরায় ওই মন্দিরে যে-ই যাক না কেন, একবার অন্তত বাবিয়ার দর্শন করতেন। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় ছিল বাবিয়া।

আরও পড়ুন- “চকলেট নিয়েছি, ইলেকশন টিকিট নয়”! শ্রীলেখাকে কড়া জবাব স্বস্তিকার


Previous article“চকলেট নিয়েছি, ইলেকশন টিকিট নয়”! শ্রীলেখাকে কড়া জবাব স্বস্তিকার
Next articleদেবশিসদের বিবৃতির পাল্টা তোপ সৃঞ্জয়ের