খানা জংশনে যাত্রী বিক্ষোভ! আটকে  রাজধানী

রোজই লোকাল ট্রেনকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে ছাড়া হয় একের পর এক দূরপাল্লার ট্রেন। এতে ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। যার জেরে বুধবার সকালেই ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। বর্ধমানের খানা জংশন স্টেশনে লাইনের উপর নেমে বিক্ষোভ দেখান তাঁরা। যার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস। ব্যহত হয় রেল পরিষেবাও।

আরও পড়ুন: কালীপুজোতে কী মিলবে মেট্রোয় বিশেষ পরিষেবা ? জেনে নিন


জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই বুধবার সকালে আসানসোল-বর্ধমান লোকাল খানা জংশনে ঢুকতেই সেটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। কারণ, ওই সময় রাজধানী পাস হওয়ার কথা। প্রায় ৪০ মিনিট দাঁড় করে রাখা হয় বর্ধমান লোকালটিকে। এতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। ট্রেন থেকে নেমে রেল লাইনে বসে পড়েন তাঁরা। যার জেরে আটকে যায় রাজধানীও। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। ঘণ্টাখানেক চলে বিক্ষোভ। এরপর রেলের তরফে যাত্রীদের আশ্বস্ত করার পর অবরোধ তুলে নেন যাত্রীরা।

Previous articleকালীপুজোতে কী মিলবে মেট্রোয় বিশেষ পরিষেবা ? জেনে নিন
Next articleসায়েন্স সিটি-নিক্কো পার্ক থেকে জাদুঘর-ভিক্টোরিয়া, এক টিকিটে তিলোত্তমা ভ্রমণ