রবিবার সন্ধ্যায় বিরাট কোহলির ব্যাটেই আগাম দীপাবলি উপহার এসেছে ভারতে। তাঁর সেই লড়াইতে যোগ্য সঙ্গত দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। রান তাড়া করতে নেমে ৩১ রানে ৪ উইকেটের পতন হয়েছিল ভারতের। সেখান থেকে শতরানের পার্টনারশিপে ভারতকে খেলায় ফিরিয়ে আনেন বিরাট এবং হার্দিক জুটি। ম্যাচের সময় কী চলছিল দু’জনের মনে? ম্যাচ শেষে সেই কথাই তুলে ধরলেন বিরাট-হার্দিক জুটি। সোমবার বিসিসিআই একটি ভিডিও পোস্ট করে, সেখানেই ম্যাচের নানান কথা তুলে ধরলেন তারা।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে তাতে বিরাট বলেছেন,” সত্যি বলতে, আমি খুব চাপে পড়ে গিয়েছিলাম। কারণ, এর আগেও আমি অনেক ম্যাচে এই জায়গায় খেলতে নেমেছি। তাই জানতাম ওখান থেকে ম্যাচ জেতা কঠিন। কিন্তু হার্দিকের বিশ্বাস ছিল। ও বার বার বলছিল আমরা জিতব। হার্দিকের কথায় আমারও মনের জোর বাড়ছিল।” বিরাটের কথা থামতে না থামতেই হার্দিক বলেন,”আমি তোমার জন্য বুলেটও খেয়ে নিতাম। কিন্তু তোমাকে সেই সময়ে আউট হতে দিতাম না।”

এখানেই না থেমে কোহলি আরও বলেন,” হার্দিক বলছিল, ও নওয়াজকে এক ওভারে তিন-চারটে ছক্কা মারতে পারবে। কিন্তু তার পরেই নওয়াজকে ওরা সরিয়ে দেয়। তাই আমরা অন্য বোলারদের দিকে নজর দিই। তখনই আমি হার্দিককে বলি, যদি হারিশ রৌফ মার খেয়ে যায় তা হলে বাকিরা চাপে পড়ে যাবে। সেটাই হয়েছে। ”

বিরাটের পাশাপাশি হার্দিক বলেন, “আমি অনেক ছক্কা মেরেছি। কিন্তু রৌফকে কোহলি যে দুটো ছক্কা মেরেছে তার কোনও তুলনা নেই। ওই পরিস্থিতিতে ও রকম ছক্কা কোহলি ছাড়া কেউ মারতে পারবে না। আমরা দু’জনেই খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। তখন আমাদের মাথায় জেতা ছাড়া কিছু ছিল না।”
Of special knocks, game-changing sixes & thrilling victory at the MCG! 👌 💪
𝗦𝗽𝗲𝗰𝗶𝗮𝗹: Men of the moment – @imVkohli & @hardikpandya7 – chat after #TeamIndia beat Pakistan in the #T20WorldCup. 👏 👏 – By @RajalArora
Full interview 🎥 🔽 #INDvPAKhttps://t.co/3QKftWa7dk pic.twitter.com/sK7TyLFcSI
— BCCI (@BCCI) October 24, 2022
আরও পড়ুন:ভারত-পাকিস্তান ম্যাচ দেখে দীপাবলি উদযাপন গুগল-এর সিইও সুন্দর পিচাইয়ের, টুইট করে জানালেন নিজেই
