বাড়ছে NIA-র পরিধি, সব রাজ্যে এবার খুলবে শাখা: ঘোষণা শাহর

বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পরিধি ও ক্ষমতা। *দেশের সব রাজ্যে এবার খুলবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র শাখা*। বৃহস্পতিবার, হরিয়ানার (Haryana) সূরজকুণ্ডে (Surajkund) সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে চিন্তন শিবির ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহর (Amit Shah) । তিনি জানান, *কোনও এলাকায় তদন্তে NIA-কে সীমাবদ্ধ রাখা হচ্ছে না*। তাদের Extraterritorial Rights দেওয়া হয়েছে। অপরাধ এবং সন্ত্রাস রুখতে রাজ্যগুলির সমন্বয়ের বিষয়েও জোর দেন অমিত শাহ।

সন্ত্রাস দমনে “জিরো টলারেন্স’ নীতি নিয়ে এগোচ্ছে কেন্দ্র। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দেশের সব রাজ্যে NIA-র শাখা খোলার পরিকল্পনা করা হয়েছে। অগাস্টে ছত্তিসগড়ের রায়পুরে NIA-র শাখা উদ্বোধন করেও সব রাজ্যে শাখা খোলার বিষয়ে জোর দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন, অমিত শাহ জানান, ২০২৪ সালের মধ্যে সব রাজ্যে NIA-র শাখা থাকবে।

চিন্তন শিবিরে ছিলেন বিভিন্ন রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীরা। সেসব মুখ্যমন্ত্রী হাতে রাজ্যের স্বরাষ্ট্র দফতর তাঁরাও উপস্থিত ছিলেন। অমিত শাহ দাবি করেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ৩৪ শতাংশ কমেছে। নিরাপত্তাবাহিনীর কর্মীদের মৃত্যুর হার কমেছে ৬৪ শতাংশ। কমেছে উপত্যকায় সন্ত্রাসবাদী হামলায় আমজনতার মৃত্যুর হারও। দুদিনের চিন্তন শিবিরে সাইবার অপরাধ, মাদক পাচার, রাষ্ট্রদ্রোহ রোধে কেন্দ্র-রাজ্য একযোগে পরিকল্পনা করতে পারবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:ভাইফোঁটায় ফের অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের, ধর্মতলায় এবার যমপুজো আন্দোলনকারীদের!

Previous articleভাইফোঁটায় ফের অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের, ধর্মতলায় এবার যমপুজো আন্দোলনকারীদের!
Next articleএক রানে দুর্ধর্ষ জয় জিম্বাবোয়ের, বিশ্বকাপে চাপে পাকিস্তান