২০২৩ সালে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে ভারত! ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

একের পর এক ভবিষ্যদ্বাণী (Prediction) মিলে গিয়েছে তাঁর। ২০২২ সালে যুদ্ধের কথার পাশাপাশি ২০২৩ সাল নিয়েও অনেক আগেই তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। আর তাঁর আগাম বার্তা হুবহু মিলে গিয়েছে। রাশিয়া-ইউক্রেনের (Russia Ukraine War) যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। বাবা ভাঙ্গা ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। ২০২২ সালে বাবা ভাঙ্গার করা দু’টি ভবিষ্যদ্বাণী পুরোপুরি মিলে গিয়েছে। গত কয়েক দশক ধরে বারবার সত্যি প্রমাণিত হয়েছে বুলগেরিয়ার দৃষ্টিহীন ভবিষ্যত্ব’ক্তা বাবা ভাঙ্গা (Baba Vanga)। এমনকি পৃথিবী শেষ কবে হবে, সেই বিষয়েও জানিয়ে গিয়েছেন তিনি। বাবা ভাঙ্গার ভবিষ্যত্বাভণী অনুসারে বিশ্বের তাপমাত্রা হ্রাস পাওয়ায় ভারতে পঙ্গপালের প্রকোপ বাড়বে। খাদ্যের সন্ধানে ভারতে আক্রমণ করবে পঙ্গপাল। পঙ্গপালের আক্রমণে ফসলের ব্যাপক ক্ষতি হবে। এ কারণে ভারতে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি হলে আগামী বছর এমন কিছু ঘটনা ঘটতে চলেছে। যাতে পৃথিবীতে আমূল পরিবর্তন আসতে পারে। গোটা মানবজাতি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে ২০২৩ সালে। বাবা ভাঙ্গা জানিয়েছেন, আগামী বছর এক মারাত্মক সৌর ঝড় (Solar Storm) পৃথিবীর বুকে আছড়ে পড়বে। এর ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে (MagneticField) বড়সড় ক্ষতি হবে। এছাড়া ২০২৩ সালে গোটা পৃথিবীর উপর অন্ধকার নেমে আসবে বলে জানিয়েছেন বাবা ভাঙ্গা।

তবে এখানেই থামেননি তিনি। বাবা আরও জানিয়েছেন, ২০২৩ সালে কোথাও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে (Nuclear Power Plant) বিস্ফো*রণ হতে পারে। এর ফলে এশিয়া মহাদেশের উপর বিষাক্ত মেঘের আস্তরণ জমবে। বিশ্বের অনেক দেশে এই কারণে মারাত্মক অসুখ ছড়িয়ে পড়তে পারে। বাবা ভাঙ্গা আরও জানিয়েছেন, ২০২৩ সালে ল্যাবরেটরিতে (Laboratory) জন্ম হবে মানুষের। এছাড়া পরীক্ষাগারেই মানুষের গায়ের রং নির্ধারিত হবে। ২০২৩ সালে এই প্রক্রিয়া আরও বিশেষ ভাবে উন্নত হবে।

আরও পড়ুন- মেগা যোগদান কর্মসূচিকে ঘিরে নন্দীগ্রামে তৃণমূলের উদ্দীপনা তুঙ্গে

 

Previous articleমেগা যোগদান কর্মসূচিকে ঘিরে নন্দীগ্রামে তৃণমূলের উদ্দীপনা তুঙ্গে
Next articleAindrila Sharma: আচমকা ফের অসুস্থ, ভেন্টিলেশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা