শুটিং ফ্লোরে হঠাৎ বিপত্তি, আচমকাই ইঁটবৃষ্টি টালিগঞ্জের স্টুডিওতে (Tollygung Studio)। অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)! শুটিং শেষে সাজঘরে (Make up room) যেতেই আচমকা এলোপাথাড়ি ইঁটবৃষ্টি শুরু হয় স্টুডিওতে। ক্ষতিগ্রস্ত অভিনেত্রীর গাড়ি।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সারাদিনের কাজের পর রাত্রের দিকে প্যাক আপ হয়। প্রায় রাত ১২টা নাগাদ দাদার ফোন পেয়ে কথা বলার জন্য মেকআপ রুমে যান অপা। আর ঠিক সেই সময়েই নাকি আচমকা এলোপাথাড়ি ইঁটবৃষ্টি শুরু হয় স্টুডিওতে। অপরাজিতার গাড়ি সামনেই ছিল। ইঁট লেগে কাচ ভেঙেছে গাড়ির, কিছুটা অংশ দুমড়ে গেছে বলেও জানা যাচ্ছে। “গাড়িতে আমি থাকলে ইঁটটা আমার মুখে এসে লাগত”, বলছেন আতঙ্কিত অভিনেত্রী।

রাত গড়ালেও শ্যুটিংয়ের কারণে জমজমাট থাকে স্টুডিওপাড়া। সেখানে দাঁড়িয়ে সবার অলক্ষ্যে এসে ইট ছোঁড়া কী করে সম্ভব? মানসিক বিকারগ্রস্ত কেউ এমন কাজ করেছেন বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে গাড়ির ক্ষতি হওয়ায় বেশ মন খারাপ টলিপাড়ার সুপারস্টার ‘লক্ষ্মীকাকিমা’র।
