সাতসকালেই চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ

চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে খুনের চেষ্টা। রবিবার ভোর ৫টা ৪০-এ শিয়ালদহ দক্ষিণ শাখার নেতড়া ও দেউলা স্টেশনের মাঝে এক ব্যবসায়ীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা।  গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। পুলিশ।জখম ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা স্টেশনে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ।  জানা গেছে, গুরুতর জখম ব্যবসায়ী মসিয়ার জমাদার দক্ষিণ ২৪ পরগনার নেতড়ার বাসিন্দা।

আরও পড়ুন:প্ল্যাটফর্ম টিকিট কেটে ট্রেনে উঠছেন , সিট ফাঁকা না থাকলে বিপদ !

পুলিশ সূত্রে খবর, শিয়ালদাগামী ডায়মন্ড হারবার লোকাল নেতড়া স্টেশন ছাড়ার পরই, কয়েকজন দুষ্কৃতী চলন্ত ট্রেনে উঠে ধারাল অস্ত্র নিয়ে ব্যবসায়ীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এক দুষ্কৃতী গুলিও করার চেষ্টা করে বলে অভিযোগ। জানা গিয়েছে, মসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তাঁর দোকানও রয়েছে। প্রতিদিনের মত রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহগামী  লোকাল ট্রেনে ওঠে। সেই সময় দুষ্কৃতীরা তাঁর পিছনে ধাওয়া করে ট্রেনে চাপে। ঘটনার পেছনে পুরনো শত্রুতা রয়েছে বলে জানিয়েছে মসিয়ার জমাদারের পরিবার। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জি আর পি থানার পুলিশ।সহযাত্রীদের দাবি, গুলি করার আগে এক দুষ্কৃতীকে তাঁরা ধরে ফেলেন। অভিযুক্তকে আটক করেছে উস্তি থানার পুলিশ। বাকিরা পলাতক।তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Previous articleটি-২০ বিশ্বকাপের মাঝেই বড়সড় কেলেঙ্কারি শ্রীলঙ্কা শিবিরে
Next articleমানিকতলার কারখানায় বিধ্বংসী আগুন, কালোধোঁয়ায় ঢাকল আকাশ