“জলের পরিবর্তে মদ খান, গুটখা খান”, বিজেপি সাংসদের মন্তব্যে তোলপাড় গোটা দেশ

মধ্যপ্রদেশের রেওয়া সংসদীয় এলাকার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে রেওয়া এলাকার জল সংরক্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত, অবাস্তব সমস্ত মন্তব্য করেছেন

জল সংরক্ষণে এমন দাওয়াই! বিজেপি সাংসদের মন্তব্যে তোলপাড় গোটা দেশ। “মদ্যপান করুন নয়ত গুটকা সেবন করুন”। জল সংরক্ষণের এমনই অদ্ভুত, অবান্তর নিদান দিলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্রর। যা নিয়ে সমালোচনার ঝড়। ডাবল ইঞ্জিন রাজ্যের বিজেপি সাংসদের এমন মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন বিরোধীরা।

আরও পড়ুন:রাজ্যপালের বিরুদ্ধে শীর্ষ আদালতে যেতে চায় কেরল সরকার! প্রতিবাদে নামতে তৈরি বিজেপিও

মধ্যপ্রদেশের রেওয়া সংসদীয় এলাকার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে রেওয়া এলাকার জল সংরক্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত, অবাস্তব সমস্ত মন্তব্য করেছেন।

তাঁর নিদান, “চাষের ক্ষতি হচ্ছে। জমিতে জল আসছে না। এই সমস্যার সমাধান দরকার। গুটকা খান কিংবা মদ্যপান করুন, কিংবা আয়োডেক্স খান কিন্তু যে কোনও মূল্যেই জল সংরক্ষণ করতেই হবে। সবাইকে জলের গুরুত্ব বুঝতে হবে। গত রবিবার এই মন্তব্য করেন জনার্দন মিশ্র। সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

তিনি আরও বলেছেন, যদি কোনও সরকার জলের উপর কর বসায় তাহলে তাদের বাকি সব কর মকুব করতে হবে। ইলেকট্রিক থেকে যাবতীয় জিনিসে কর মকুব করতে হবে, সেটা সব সরকারের উদ্দেশেই বলছি। বিজেপি সাংসদের এহেন মন্তব্যের জেরে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা।

Previous articleলক্ষ্য পঞ্চায়েত ভোট, আজ থেকে ৩দিনের নদিয়া সফরে মুখ্যমন্ত্রী
Next articleদিল্লির দূষণের সামান্য উন্নতি হলেও এখনও ধোঁয়ায় ঢাকা রাজধানীর আকাশ