নেইমার কবে মাঠে ফিরবেন? জবাবে কী বললেন তিতে?

তবে নেইমারের বিকল্প নেই বলেই জানিয়েছেন ব্রাজিলের কোচ। এই নিয়ে তিতে বলেন, "নেইমারের মতো ফুটবলাররা মাঠে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারে।

আজ বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম‍্যাচে পাওয়া যাবে না নেইমারকে। সার্বিয়া ম‍্যাচে চোট পাওয়ায় গ্রুপ পর্বের ম‍্যাচে পাওয়া যাবে না তাকে। তবে সদ‍্য নেইমার যে পায়ের ছবি পোস্ট করেছেন, তাতে প্রশ্ন উঠছে আদ‍ৌও বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তিনি। আর এবার এই নিয়ে মুখ খুললেন ব্রাজিলের কোচ তিতে। বললেন, আমি বিশ্বাস করি চোট সারিয়ে নেইমার দলে ফিরবে।

ম‍্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তিতে বলেন,” আমি চিকিৎসক নই। বিশেষজ্ঞও নই। তবে আমি বিশ্বাস করি চোট সারিয়ে নেইমার ও দানিলো দলে ফিরবে। আবার ব্রাজিলের হয়ে খেলবে ওরা।”

ব্রাজিলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। নেইমার খেলতে না পারলেও তিতের হাতে পরিবর্ত ফুটবলার রয়েছে। তবে নেইমারের বিকল্প নেই বলেই জানিয়েছেন ব্রাজিলের কোচ। এই নিয়ে তিতে বলেন, “নেইমারের মতো ফুটবলাররা মাঠে অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারে। নেইমার আমাদের জন্য কী করেছে তা সবাই জানে। ওর বিকল্প পাওয়া কঠিন।”

 

Previous articleঅব্যাহত পারদের ওঠানামা! শীঘ্রই তিলোত্তমায় জাঁকিয়ে শীত
Next articleরাজাবাজারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন! আতঙ্ক ছড়াল INTTUC-র আয়োজিত রক্তদান শিবিরে