হাবড়ার রেলবস্তিতে অগ্নিকাণ্ড, শিয়ালদহ-বনগাঁ শাখায় সাময়িক ট্রেন চলাচল ব্যাহত

বস্তি এলাকায় ঘিঞ্জি হওয়ার কারণে একের পর এক বাড়ি ভষ্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে শিয়ালদহ-বনগাঁ শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে।

আচমকা আগুন (Fire) লাগায় আতঙ্ক ছড়াল হাবড়ার (Habra) রেলবস্তিতে। হাবড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ASO পাম্পের পিছনে রেলবস্তিতে প্রায় ৫০টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বনগাঁ শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

বুধবার বিকেলে রেলবস্তি আগুন লাগে। অতি দ্রুত বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের চারটি ইঞ্জিন গেলেও, রাস্তায় জায়গায় না থাকায় একটি ইঞ্জিন ঢুকে কাজ করে। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। বস্তি এলাকায় ঘিঞ্জি হওয়ার কারণে একের পর এক বাড়ি ভষ্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে শিয়ালদহ-বনগাঁ শাখায় বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে।

 

Previous articleঅভিষেক ম‍‍্যাচেই নজির গড়লেন অর্জুন, ছুঁয়ে ফেললেন বাবা সচিনকে
Next articleদোষীদের শাস্তির দাবিতে অনড় লালনের পরিবার, রামপুরহাট থেকে সরল CBI-এর অস্থায়ী ক্যাম্প