Sunday, January 11, 2026

দ্বিতীয় টেস্টে পিচ বুঝতে পারলেন না রাহুল, খেলতে নেমে রেকর্ড গড়লেন উনাদকাট

Date:

Share post:

প্রথম টেস্ট জিতে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামল ভারত। দুই ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে কে এল রাহুলের দল। দ্বিতীয় টেস্টেও রোহিত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন রাহুল। তবে দ্বিতীয় টেস্টে নাকি মীরপুরের পিচই বুঝতে পারলেন না ভারত অধিনায়ক। টসের পর এমনটাই জানান রাহুল।

রাহুল বলেন,” বাংলাদেশের মতো আমরাও টসে জিতলে আগে ব্যাটই করতাম। তবে আমার কাছে এই উইকেটটা ধাঁধার মতো লাগছে। প্রচুর ঘাস রয়েছে। আমি খুব একটা হতাশ নই। কারণ এই উইকেট থেকে কী আশা করা উচিত সেটাই বুঝতে পারছি না। কোচিং স্টাফ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে উপদেশ নিয়েছি। তাতে বুঝেছি এই পিচে ব্যাট করা খুব একটা কঠিন হবে না। সামান্য বাউন্স রয়েছে।”

তবে প্রথম টেস্ট জেতার পাশাপাশি দ্বিতীয় টেস্ট জেতার ব‍্যাপারেও আত্মবিশ্বাসী রাহুল। এই নিয়ে তিনি বলেন,” প্রথম টেস্ট জেতার ফলে আমাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। দ্বিতীয় টেস্টেও ভাল ফল করার ব্যাপারে আমরা আশাবাদী। প্রথম ইনিংসে ভাল বল করতে হবে।”

 

এদিকে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই রেকর্ড গড়লেন জয়দেব উনাদকাট। বৃহস্পতিবার কুলদীপ যাদবের জায়গায় ভারতের প্রথম একাদশে জায়গা পান বাঁহাতি এই পেসার। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে মীরপুরে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। উনাদকাট ১২ বছর পর ভারতের জার্সিতে টেস্ট খেলতে নামলেন। প্রথম ভারতীয় হিসাবে দু’টি টেস্ট খেলার মাঝে এতদিন দলের বাইরে থাকার রেকর্ড গড়লেন উনাদকাট।

আরও পড়ুন:শারীরিক অবস্থার অবনতি পেলের, আরও বেশ কয়েকদিন থাকবেন হাসপাতালে

 

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...