KIFF 2022 : বিশ্বের সিনেমাকে স্বীকৃতি দিল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন পৃথিবীর কোনও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ২৫ হাজার মানুষের উপস্থিতি বিশ্ব রেকর্ডের তালিকায় স্থান পাওয়ার মতো ঘটনা। কথায় কথায় চলে আসে মাহেন্দ্রক্ষণ, এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর পালা।

সিনে উৎসবের সমাপ্তিতেও মেলা আর উৎসব মিলেমিশে একাকার। কথায় আছে সব ভাল কিছুর একটা শেষ হয়, বৃহস্পতিবার হল সেই দিন যখন ২০২২ সালের ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival) সমাপ্তির মুহূর্ত ধরা পড়ল রবীন্দ্র সদনে (Rabindra Sadan)। আট দিনের চলচ্চিত্র উৎসবের টুকরো ছবি ফ্রেম থেকে উঠে এল রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহের ক্যানভাসে। শুরুতেই পুরুলিয়ার ছৌ নৃত্যের মাধ্যমে মহিষাসুরমর্দিনীর উপস্থাপনা করা হয়। সঞ্চালনার দায়িত্বে সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chattopadhyay)। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), ইন্দ্রনীল সেন(Indranil Sen), KIFF ডিরেক্টর শান্তনু বসু, চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta), পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, অরিন্দম শীল (Arindam Shil), হরনাথ চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্ত্তী, সায়ন্তিকা বন্দোপাধ্যায়, ঈশা সাহা।

আট দিন ধরে ১৮৩ ছবি দেখল কলকাতা, ১০ টি প্রেক্ষাগৃহ জুড়ে সিনেমার সেলিব্রেশন শেষে এবার সেরা ছবির পুরস্কার পাওয়ার পালা। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন পৃথিবীর কোনও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ২৫ হাজার মানুষের উপস্থিতি বিশ্ব রেকর্ডের তালিকায় স্থান পাওয়ার মতো ঘটনা। কথায় কথায় চলে আসে মাহেন্দ্রক্ষণ, এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর পালা।

গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার পুরস্কার (Golden Royal Bengal Tiger Award): –

সেরা তথ্যচিত্র মূলক ছবি (পুরস্কার মূল্য ৩লক্ষ টাকা) : Nybreum -The Unsettled Shade

সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি : স্পেশাল জুড়ি পুরস্কার – শূন্যতা ( Xunyota) এবং ‘হাতের স্পর্শ ‘ (The Divine Touch)
সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি (পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা) : আই অ্যাম মেহমুদ (I Am Mehmood)

সেরা এশিয়ান ফিল্ম ( NETPAC Award) : DOV Fortune

সেরা সিনেমা: তেলেগু ছবি মুত্থাইয়া (Muthayya)

আন্তর্জাতিক প্রতিযোগিতা

ইনোভেশন ইন মুভিং ইমেজ : Silent Glory (সেরা ছবি)

সেরা পরিচালক (পুরস্কার মূল্য ২১ লক্ষ টাকা) : Ernesto Adrito এবং Virna Molina

হীরালাল সেন মেমোরিয়াল পুরস্কার : –

ভারতীয় ভাষার সেরা ছবি (স্পেশাল জুড়ি পুরস্কার) : ‘ ছাদ’ ( The Terrace) এবং (সিকাইসল) Sikaisal

সেরা পরিচালক (পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা) : দীপঙ্কর প্রকাশ (Dipankar Prakash)
গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার সেরা ছবি পুরস্কার (Golden Royal Bengal Tiger Award): –

বিজয়ী: Upon Entry এবং Kura Pokhhiir Shunye Ora

উৎসবের সমাপ্তি অনুষ্ঠানেও মেসি ম্যাজিক। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনার পরিচালক। পুরস্কার নিতে মঞ্চে এলেন মেসির জার্সি গায়ে। প্রেক্ষাগৃহে তখন শুধুই করতালির অভিবাদন। কলকাতা এখনও মেসিময় মুগ্ধতায় ডুবে আছে তার প্রমাণ মিলল চলচ্চিত্র উৎসবের শেষ দিনেও। সেরা ছবি দুটি শেষ সন্ধ্যায় নন্দনে প্রদর্শিত হবে। এই ঘোষণার পাশাপাশি সকলকে ধন্যবাদ দিয়ে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগাম শুভ কামনা জানিয়ে শেষ হল অনুষ্ঠান। আবার এক বছরের অপেক্ষা শুরু।

 

 

Previous articleনা পুরুষ, না নারী: মোদিকে উদ্দেশ্য করে বিতর্কিত টুইট কীর্তি আজাদের
Next articleদ্বিতীয় টেস্টে পিচ বুঝতে পারলেন না রাহুল, খেলতে নেমে রেকর্ড গড়লেন উনাদকাট