Jammu & Kashmir: ভূস্বর্গে বড়সড় নাশক*তার ছক বানচাল! উরিতে বিশাল অ*স্ত্র ভাণ্ডারের হদিশ

তবে ঠিক কী উদ্দেশে সেই এত বিপুল অ*স্ত্র মজুত করা হয়েছিল এলাকায়? তা খতিয়ে দেখা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) বড়সড় পাক নাশকতার ছক বানচাল করে দিল যৌথ সেনা। রবিবার উরি সেক্টর (Uri Sector) থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে কাশ্মীর পুলিশ (Kashmir Police) ও সেনা (Army)। গত দেড় বছরে এত সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বলে দাবি তাঁদের।

রবিবার কর্নেল মণীষ পুঞ্জ জানান, আটটি একে ৭৪ রাইফেল, ২৪টি ম্যাগজিন, ৫৬০টি তাজা রাইফেলের গুলি, ১২টি চিনা পিস্তল ও ২৪টি ম্য়াগজিন, ২২৪টি পিস্তলে তাজা কার্তুজ, ১৪টি পাকিস্তানি-চিনা গ্রেনেড, বেলুন সহ ৮১টি পাকিস্তানি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ৫ ব্যাগ গমও। পুলিশ সূত্রে খবর, বছর শেষে পর্যটকে ঠাসা ভূস্বর্গে বড়সড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা। তবে যৌথ বাহিনীর চেষ্টায় তা বানচাল হয়ে যায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে উরি সেক্টরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। তারপরই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

তবে নববর্ষের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গে। তবে ঠিক কী উদ্দেশে সেই এত বিপুল অস্ত্র মজুত করা হয়েছিল এলাকায়? তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Previous articleআবাস যোজনার দুর্নীতি বরদাস্ত করবে না রাজ্য: কড়া বার্তা ফিরহাদের
Next articleবড়দিনের আনন্দে মাতল হুগলি