Friday, August 22, 2025

নর্থইস্টের কাছে ম‍্যাচ হেরে কী বললেন বাগান কোচ?

Date:

Share post:

শনিবার নর্থইস্ট ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারে এটিকে মোহনবাগান। চলতি আইএসএল-এ প্রথম জয় পায় নর্থইস্ট। নর্থইস্টের কাছে হারের ফলে অখুশি এটিকে মোহনবাগান হেড কোচ জুয়ান ফেরান্দো। তবে তিনি মনে করছেন, দল অনেক বেশি গোলের সুযোগ তৈরি করলেও তা ব্যবহার করতে পারেনি।

এই নিয়ে বাগান কোচ বলেন,”অবশ্যই আমাদের পারফরম্যান্স নিয়ে আমি খুশি নই। একটা দল তো আর লিগের কুড়িটা ম্যাচেই হারতে পারে না। তাদের কাছে জেতার সুযোগ আসারই কথা। আমাদের পারফরম্যান্স ভাল হয়নি। তবে নর্থইস্টের বিরুদ্ধে আমরা গোলের সুযোগ পেয়েছি। কিন্তু ওদের গোলের পরে দলের মেজাজ একেবারেই ভাল ছিল না। চাপে পড়ে কোনও কিছুই ঠিক করতে পারেনি দলের ছেলেরা।

এই নিয়ে ভিনসেঞ্জো অ্যালবার্টো অ্যানেসের বিরুদ্ধে তিন সাক্ষাতে তিনবারই পরাজিত হলেন । এই নিয়ে ফেরান্দো বলেন, “হারতে কারও ভাল লাগে না। কিন্তু প্রশ্নটা হল কেন হারলাম বা কেন জিতলাম। আবার বলছি আমাদের জায়গা তৈরি করা বা ওঠানামা কোনও কিছুই ভাল হয়নি। তবে এখন এসব ভুলে পরের ম্যাচের প্রস্তুতির দিকে মন দিতে হবে। কারণ, আমাদের হাতে আর মাত্র দু’টো দিন সময় আছে।”

দলে মাত্র তিনজন বিদেশি ফিট, অনেকেই চোট-আঘাতে ভুগছেন – এটিই কি এই হারের কারণ? এই নিয়ে বাগান কোচ বলেন, “অবশ্যই। চোট-আঘাত এখন আমাদের দলের একটা বিরাট সমস্যা। গত প্রায় এক মাস ধরে আমরা তিনজন বিদেশি ফুটবলার নিয়ে কাজ চালাচ্ছি। পোগবা, কাউকোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা মরশুমের বাইরে চলে গিয়েছে। তবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। পরের ম্যাচগুলোতে তো আমাদের খেলতে হবে। এই অজুহাতগুলো দিতে হচ্ছে আমাকে, এটা খুবই হতাশাজনক। কিন্তু আমাদের চোট-আঘাত রয়েছে বলে হারছি, এ কথা বলা উচিত নয়। এগুলো অজুহাত মাত্র। আমাদের দলটা উন্নতি করতে চায়। অজুহাতে মনোনিবেশ করে লাভ নেই। বরং কাজ করে যাওয়াই ভাল।

লিগ শীর্ষে যাওয়া লক্ষ্য ফেরান্ডোর। কিন্তু শনিবার মুম্বই সিটি এফসির জয়ে এবং এটিকে মোহনবাগানের এই হারে স্বাভাবিকভাবে সেই লক্ষ্য অনেকটাই দূর হয়ে গিয়েছে। এই নিয়ে ফেরান্দো বলেন, “সে তো ঠিকই। এখন আমাদের লক্ষ্য পরের ম্যাচটা জেতা। মুম্বই, হায়দরাবাদ টেবলের কোথায় আছে, সে সব এখন মনে না রাখাই ভাল। এখন দলের পারফরম্যান্সে উন্নতির দিকে মনোনিবেশ করাই বেশি জরুরি। বাকি কোনও কিছুই আমাদের হাতে নেই।”

আরও পড়ুন:বড়দিনে বড় ঘোষণা লাল-হলুদের, লালচুংনুংঙ্গার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করল ইস্টবেঙ্গল

 

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...