Saturday, January 10, 2026

প্রকাশ্যে দেশের সবচেয়ে বড় জালিয়াতি চক্র! প্রতারিত বাংলা সহ দেশের ৫০ হাজার চাকরিপ্রার্থী

Date:

Share post:

বড়সড় প্রতারণা (Fraud) চক্র ফাঁস করল ওড়িশা পুলিশ (Odissa Police)। জানা যাচ্ছে এটাই ভারতের সবথেকে বড় চাকরি সংক্রান্ত জালিয়াতির ঘটনা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জালিয়াতির ঘটনায় প্রতারিত দেশের কমপক্ষে ৫০ হাজার চাকরিপ্রার্থী। জালিয়াতি হয়েছে কয়েক কোটি টাকার। প্রতারিত গুজরাট (Gujrat), কর্নাটক (Karnataka), অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh), ওড়িশার (Odissa) পাশাপাশি পশ্চিমবঙ্গের (West Bengal) চাকরিপ্রার্থীরাও।

ওড়িশা পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার এক আধিকারিক জানিয়েছেন, প্রতারণা চক্রের মূল পান্ডার নাম আহমেদ। আলিগড়ের সিভিল লাইনস-এর বাসিন্দা সে। ২৫ বছরের অভিযুক্ত যুবক পেশায় ইঞ্জিনিয়ার। তাকে গ্রেফতারের পর আলিগড়ের স্থানীয় আদালতে পেশ করে ওড়িশা পুলিশ। তবে আদালত তার ৫ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে। এরপর তাকে ভুবনেশ্বরের আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, কয়েকজন ওয়েবসাইট ডেভেলপারদের সাহায্যে উত্তর প্রদেশের একদল দক্ষ ইঞ্জিনিয়াররাই এই কেলেঙ্কারী চক্র চালাচ্ছিল। এই ওয়েবসাইট ডেভেলপার এবং ইঞ্জিনিয়ারদের সহায়তা করছিল প্রায় ৫০ জন কল সেন্টারের কর্মী। এরা অধিকাংশই ছিল উত্তর প্রদেশের জামালপুর এবং আলিগড় এলাকার বাসিন্দা। তাদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে দেওয়া হত। এই চক্র চালানোর জন্য হাজারটিরও বেশি জাল সিম এবং ৫৩০টি হ্যান্ডসেট এবং মোবাইল ফোন ব্যবহার করা হয়েছিল।

পাশাপাশি এই কেলেঙ্কারিতে প্রায় ১০০টি জাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল। মূলত স্বাস্থ্য বা দক্ষতা বিভাগের চাকরিকে নিশানা করত তারা। ওই ওয়েবসাইটে সরকারি চাকরির বিজ্ঞাপনই দেওয়া হত। এমনকি চাকরি প্রার্থীদের আকর্ষণ করতে তারা “প্রধানমন্ত্রী এম্প্লয়মেন্ট স্কিম”-এর কথাও উল্লেখ করত। প্রতারকরা স্থানীয় সংবাদপত্রগুলিতেও বিজ্ঞাপন দিত। চাকরিপ্রার্থীদের থেকে ৩ হাজার থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হত।

 

 

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...