Friday, January 30, 2026

রাজধানীতে পারদ নামল ২.৮ ডিগ্রিতে,পাহাড়ি রাজ্যে তুষারপাত !

Date:

Share post:

শীতের ব্যাটিং কাবু করেছে উত্তর ভারতকে (North India)। রাজধানীতে পারদ পতন অব্যাহত। এই বছরের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হল আজ দিল্লিতে (Delhi)। পারদ নামল ২.৮ ডিগ্রিতে, সকাল থেকে ঘন কুয়াশায় (Fog) একের পর এক ট্রেন ও বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতার সমস্যা দেখা গেছে উত্তর ভারতের প্রায় সব রাজ্যেই। উত্তর রেলওয়ে জোনে (North railway Zone) ১২টি ট্রেন দেরিতে চলছে এবং ২টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস অনুসারে, আজ অর্থাৎ ৫ থেকে ৭ জানুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আগামী ৪-৫ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে ঘন কুয়াশা এবং ঠান্ডা পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

শীতের ইনিংস রীতিমত বিপাকে ফেলেছে সাধারণ মানুষকে । হাওয়া অফিসের খবর আগামী তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী ৭ জানুয়ারী থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৩দিন পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ এবং বিহারে ঘন কুয়াশার প্রভাব থাকবে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর রাজস্থানে আগামী তিন চার দিন শৈত্যপ্রবাহ চলবে বলেই জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। উত্তরপ্রদেশের ২৭টি জেলায় ৭ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা ও ঠান্ডার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি ৩১টি জেলায় খারাপ আবহাওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে। বিহারেও শীত পড়বে জাঁকিয়ে, নারকান্ডা, কুফরি এবং চাম্বা সহ হিমাচল প্রদেশের বড় অংশে তাপমাত্রা ক্রমাগত হ্রাস পেয়েছে। দফায় দফায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কুফরিতে ভারী তুষারপাতের ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে। বুধবার কুফরিতে মাইনাস ০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চাম্বা জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডালহৌসিতেও সর্বনিম্ন তাপমাত্রা ১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

spot_img

Related articles

প্রাক্তন IPS-কে SIR হেনস্থা! তৃণমূলের বিধায়ক হুমায়ুনকে শুনানিতে ডাক

রাজ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি আর ভোগান্তির শেষ নেই! এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে...

কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়: আনন্দপুরের দুর্ঘটনাস্থলে পরিদর্শনের পরে মন্তব্য রাজ্যপালের

ঘটনার পরে কেটে গিয়েছে ৫দিন। এত পরে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। শুক্রবার আনন্দপুরের...

ভূস্বর্গে লুকিয়ে জইশ জঙ্গি! কিশতওয়ারে চিরুনিতল্লাশি নিরাপত্তাবাহিনীর 

জম্মু- কাশ্মীরে (Jammu and Kashmir) ফের হামলার ছক জঙ্গিদের! ভূস্বর্গে জইশ জঙ্গিদের আত্মগোপনের খবর মিলতেই বৃহস্পতিবার রাত থেকে...

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই...