Saturday, August 23, 2025

রামের নৌকায় বামের পাল! হুগলিতে বিজেপির বিক্ষোভে ফের ঝান্ডা হাতে সামিল সিপিএম

Date:

Share post:

ফের বিজেপির (BJP) মিছিলে (Rally) দেখা গেল সিপিএমের (CPIM) পতাকা (Flag)। এবারও ঘটনাস্থল হুগলি। বুধবার হুগলির সুগন্ধায় (Hoogly Sugandha) পঞ্চায়েত অফিসের (Panchayat Office) সামনে বিজেপির ডেপুটেশনে (BJP Deputation) দেখা গেল সিপিএমের লাল ঝাণ্ডা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, তা নিয়ে বুধবার রাজনৈতিক মহলে শুরু জোর জল্পনা। বিজেপির দাবি, সিপিএম কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বিজেপির বিরুদ্ধে ‘নোংরা রাজনীতি’র অভিযোগ তুলেছে সিপিএম।

বুধবার আবাস যোজনা (Awas Yojna) এবং একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সুগন্ধা পঞ্চায়েতে মিছিল করে স্মারকলিপি (Deputation) জমা দিতে যান বিজেপির নেতাকর্মীরা। সেই মিছিলে সিপিএমের পতাকা হাতে নিয়ে হাঁটতে দেখা যায় বেশ কয়েকজনকে। কিছুদিন আগেই হুগলির হারিট পঞ্চায়েতে বিজেপির বিজেপি কর্মীদের হাতে লাল পতাকা দেখা গিয়েছিল। আর এদিনও সেই একই চিত্র দেখা গেল হুগলিতে। সুগন্ধা পঞ্চায়েত অফিসের সামনে বিজেপি কর্মীদের ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচিতে দেখা মিলল লাল ঝান্ডা। এক সিপিএম সমর্থকের কথায়, ৩৫ বছর ধরে সিপিএম করেও কিছুই পাইনি। তাই বিজেপির মিছিলে এসেছি। কিন্তু হাতে কেন সিপিএমের পতাকা তার উত্তর তিনি দেননি।

এর আগেও হারিটে সিপিএম পতাকা নিয়ে বিজেপি মিছিল প্রসঙ্গে সিপিএমের অভিযোগ ছিল, এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা। সিপিএম নেতাদের অভিযোগ, রাস্তা থেকে লাল ঝান্ডা নিয়ে বিজেপি মিছিল করেছে। সেখানে তাঁদের কোনও কর্মীই ছিলেন না। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি ও সিপিএমের আঁতাত প্রকাশ্যে চলে এসেছে। যতই তারা এই বিষয়টি অস্বীকার করুন না কেন নিজেদের হারানো জমি ফিরে পেতে সিপিএম যে বিজেপির হাত ধরেছে তা দিনের আলোর মতো পরিষ্কার। বুধবারের ঘটনা অন্তত সেটাই প্রমাণ করছে।

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...