নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করে কী বললেন শুভমন?

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেন শুভমন গিল। ২০৮ রান করেন তিনি। শুভমনের দুরন্ত ইনিংসে ভর করেই ৩৪৯ রান করে ভারতীয় দল। কিউইদের হারায় ১২ রানে। দ্বিশতরান করে উচ্ছসিত শুভমন। বললেন, দ্বিশতরান করার কোন পরিকল্পনা ছিল না।

ম‍্যাচ শেষে সেরার পুরস্কার হাতে নিয়ে শুভমন বলেন,”মাঠে নামার জন্যে আমি মুখিয়ে ছিলাম। যেটা করতে চেয়েছিলাম, সেটা করতে পেরেছি। চাইছিলাম আরও আগে থেকে আক্রমণ করতে। কিন্তু একদিকে একের পর এক উইকেট পড়ছিল। তাই সেটা সম্ভব হয়নি। বোলাররা ছন্দে থাকার সময় ওদের বিরুদ্ধে আক্রমণ করাটাই ভাল।নিয়মিত খুচরো রান নেওয়ার এবং বাউন্ডারি মারার চেষ্টা করে গিয়েছি।”

এখানেই না থেমে শুভমন আরও বলেন,” দু’শো করার কোনও পরিকল্পনা নিয়ে নামিনি। কিন্তু ৪৬তম এবং ৪৭তম ওভারে ওই ছয়গুলো মারার সময়ে মনে হল, দু’শো হলেও হতে পারে। তারপর দু’শোর করার দিকেই মন দিই। এমন নয় যে বিরাট খুশি হয়েছি। কিন্তু যখন আপনি যে শট খেলতে চান সেটাই মারতে পারেন, তখন খুব ভাল একটা অনুভূতি হয়। আলাদা তৃপ্তি হচ্ছে।”

Previous articleরাজ্য জুড়ে দুধের বিকল্প বেবি ফুডের ঘোর ‘সঙ্কট’
Next articleজমি নিয়ে জবরদস্তি, প্যারামেডিকেল পড়ুয়াকে কু*পিয়ে খু**ন নদিয়ায়