২৪ তম সেট পরীক্ষার উত্তর পত্র প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন

২৪তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) অর্থাৎ সেট-এর answer key বা উত্তর পত্র প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই উত্তর পত্র মিলিয়ে দেখতে পারবেন।

ওয়েবসাইটগুলি হল, www.wbcsc.org.in এবং www.wbcsconline.in

এই answer key দেখে প্রার্থীরা তাঁদের দেওয়া উত্তর ঠিক, কি ভুল, তা জানতে পারবেন। যদি কোনও রকম আপত্তি থাকে, তা ওয়েবসাইটের মাধ্যমে কলেজ সার্ভিস কমিশনকে জানাতে পারবেন। গত  ৮ জানুয়ারি সেট নেওয়া হয়েছিল। সেই হিসেবে পরীক্ষার ১২ দিনের মাথায় উত্তরপত্র প্রকাশ করা হল। তবে পরীক্ষার চূড়ান্ত ফল কখন ঘোষণা করা হবে, সে সম্পর্কে কিছু জানায়নি কমিশন। এবার প্রায় ৮৫ হাজার প্রার্থী পরীক্ষায় বসেছিলেন।

আরও পড়ুন- ভাঙড়ের আঁচ ধর্মতলায়! ISF-এর অবরোধ হঠাতে গিয়ে আক্রা*ন্ত পুলিশ, গ্রেফ*তার নওশাদ সহ ১৭

 

Previous articleফের ভিন রাজ্যে হাম*লা বন্দে ভারত এক্সপ্রেসে
Next articleএকম‍্যাচ বাকি থাকতেই সিরিজ ঘরে তুলল টিম ইন্ডিয়া, দ্বিতীয় একদিনের ম‍্যাচে কিউইদের হারাল ৮ উইকেটে