২০২২ একদিন এবং টেস্ট দলের ঘোষণা করল আইসিসি, দলে ভারতের তিন ক্রিকেটার

একদিনের দলে যেমন রয়েছেন শ্রেয়স আইয়র, মহম্মদ সিরাজ। তেমনই টেস্ট দলে রয়েছেন ঋষভ পন্থ। তবে এই দুই দলে জায়গা হল না জায়গা হয়নি বিরাট কোহলি এবং রোহিত শর্মার

২০২২ টি-২০ বর্ষসেরা দলের পর এবার ২০২২ একদিনের এবং টেস্ট দল বেছে নিল আইসিসি। দুই দলেই রয়েছে ভারতীয় দলের ক্রিকেটেররা। একদিনের দলে যেমন রয়েছেন শ্রেয়স আইয়র, মহম্মদ সিরাজ। তেমনই টেস্ট দলে রয়েছেন ঋষভ পন্থ। তবে এই দুই দলে জায়গা হল না জায়গা হয়নি বিরাট কোহলি এবং রোহিত শর্মার।একদিনের দলে নেতৃত্বে বাবর আজম। টেস্ট দলের নেতৃত্বে বেন স্টোকস।

একনজরে ২০২২ একদিনের পুরুষ দল:

১)বাবর আজম (অধিনায়ক) (পাকিস্তান)
২)ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
৩)শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
৪)শ্রেয়াস আইয়ার (ভারত)
৫)টম লাথাম (নিউজিল্যান্ড)
৬)সিকান্দার রাজা (জিম্বাবোয়)
৭)মেহেদী হাসান মিরাজ(বাংলাদেশ)
৮)আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
৯)মোহাম্মদ সিরাজ (ভারত)
১০)ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
১১) অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)

একনজরে ২০২২ টেস্ট পুরুষ দল:

১) বেন স্টোকস (অধিনায়ক) (ইংল‍্যান্ড)
২)উসমান খাওয়াজা(অস্ট্রেলিয়া)
৩)ক্রেগ ব্রেথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
৪)মার্নাস লাবুশানে(অস্ট্রেলিয়া)
৫)বাবর আজম (পাকিস্তান)
৬)জনি বেয়ারস্টো (ইংল‍্যান্ড)
৭)ঋষভ পন্থ (ভারত)
৮)প্যাট কামিন্স(অস্ট্রেলিয়া)
৯)কাগিসো রাবাডা (দক্ষিন আফ্রিকা)
১০)নাথান লিয়ঁ (অস্ট্রেলিয়া)
১১)জেমস অ্যান্ডারসন (ইংল‍্যান্ড)

 

Previous articleসুন্দরবনে নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃ*ত্যু মৎস্যজীবীর
Next articlePMAY: আবাস যোজনার অনুমোদনের সময়সীমা বাড়াল কেন্দ্র