Saturday, January 10, 2026

ম্যানচেস্টার সিটি ছাড়লেন পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো, কেন জানেন?

Date:

Share post:

ম্যানচেস্টার সিটি ছাড়লেন পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো। কেন জানেন? কোচ পেপ গার্দিওলার সঙ্গে বনিবনা হচ্ছিল না। ম্যান সিটি ছেড়ে কানসেলো এখন লিয়েনে যোগ দিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে।

নিশ্চয়ই ভাবছেন কী এমন হলো যে এই তারকা ফুটবলার দল ছাড়লেন ? আর্সেনালের বিপক্ষে এফএ কাপের ম্যাচে প্রথম একাদশে জায়গা পান নি। স্বাভাবিকভাবেই ক্ষোভ উগড়ে দেন কোচের ওপর। আর তাতেই যেন আগুনে ঘি পড়ে! কোচ ও ক্লাবের সঙ্গে কানসেলোর সম্পর্ক পুরোপুরি তলানিতে এসে ঠেকেছে। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে হলো এই ডিফেন্ডারকে। এক বিবৃতিতে কানসেলোকে লিয়েনে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন।

এ মরসুমে মাঠে কম সময় পাওয়া নিয়ে আগে থেকেই বিরক্ত ছিলেন কানসেলো। এর মধ্যে গার্দিওলার সঙ্গে বিশ্বকাপের পর থেকে তাঁর সম্পর্কের পারদটাও ক্রমাগত নীচের দিকে নামছিল। পরিস্থিতির আরও অবনতি হলে ২৮ বছর বয়সী এই তারকা দল ছাড়ার হুমকি দেন।

জানা গেছে ‌, একপর্যায়ে বায়ার্ন থেকে ধারের প্রস্তাব আসার পর ক্লাবও তাঁকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। আপাতত লিয়েনে গেলেও মরসুম শেষে ৬১ মিলিয়ন পাউন্ডে কানসেলোকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না বায়ার্ন।

সম্প্রতি একটি ম্যাচে গার্দিওলার সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় কারো চোখ এড়ায়নি। উলভসের বিপক্ষে ম্যাচে তাঁকে প্রথম একাদশে না রাখায় খেলা শুরুর আগে সতীর্থরা যখন অনুশীলন করছিলেন, তখন কানসেলোকে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে।

কানসেলো বায়ার্নে চলে যাওয়ায় রক্ষণ সামলাতে সমস্যায় পড়তে হতে পারে সিটিকে। যদিও ক্লাবের তরফে জানানো হয়েছে, তাদের হাতে যথেষ্ট বিকল্প রয়েছে।

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...