Sunday, January 11, 2026

জিজ্ঞাসাবাদে বাধা নেই, আগামী ৬ দিন লেদার কমপ্লেক্স থানাই ঠিকানা নওশাদের

Date:

Share post:

প্রোডাকশন ওয়ারেন্ট (Production Warrant) চেয়ে বৃহস্পতিবারই বারুইপুর আদালতে (Baruipur Court) আবেদন করেছিল কলকাতা লেদার কমপ্লেক্স থানা (Kolkata Leather Complex Police Station)। আর সেইমতো শুক্রবার সকালে আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) বারুইপুর আদালতে (Baruipur Court) তোলা হলে তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নওশাদকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোনও বাধা রইল না কেএলসি (KLC) থানার পুলিশ আধিকারিকদের।

উল্লেখ্য, কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় গোলমালের ঘটনায় এফআইআরে (FIR) নাম রয়েছে ভাঙড়ের আইএফএস বিধায়ক নওশাদ সিদ্দিকির। ৩০৭ সহ একাধিক ধারায় আইএসএফ বিধায়কের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। শুক্রবার সকাল ১০টা নাগাদ নওশাদকে নিয়ে যাওয়া হয় বারুইপুর আদালতে। তবে ধর্মতলার ঘটনায় ইতিমধ্যেই ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে নওশাদকে। এরই ময়দানে নামে কলকাতা লেদার কমপ্লেক্স থানা। গত ২১ জানুয়ারি ভাঙড়ের হাতিশালায় মারামারি, দলীয় কার্যালয় ভাঙচুর-সহ তৃণমূল নেতা জুলফিকার মোল্লার উপরে আক্রমণের ঘটনায় বৃহস্পতিবার নওশাদকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বারুইপুর আদালতের দ্বারস্থ হন কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। শুক্রবার সকালে প্রেসিডেন্সি জেল থেকে নওশাদকে বারুইপুর মহাকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।

পাশাপাশি নওশাদের মোবাইল ফোন থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। খোঁজ মিলেছে হাওয়ালা যোগেরও। এছাড়াও বিজেপির এক সর্ব ভারতীয় নেতার সঙ্গে কথোপকথনের একাধিক চ্যাট তদন্তকারীদের হাতে উঠে এসেছে। ইতিমধ্যে নওশাদের দুটি মোবাইল বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এমনকী নির্বাচন কমিশনের কাকে কোথায় সরাতে হবে, তা নিয়েও পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ।

তবে শুক্রবার সকালে নওশাদ বারুইপুর আদালতে বলেন, ব্যাপক চক্রান্ত চলছে। আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। যদিও এদিন নওশাদের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি সাফ জানান, যারা গোটা বাংলায় বামেদের সঙ্গে জোট করে একটা মাত্র আসন পেয়েছে, তাদের নিয়ে তৃণমূল ভাববে? যারা বাংলায় ২১৭-১৮ আসন পেয়েছে তারা একটা সিট কে কোথায় পেয়েছে তা নিয়ে ভাববে? এগুলো গাঁয়ে মানে না আপনি মোড়ল অবস্থা।

 

 

spot_img

Related articles

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...